এইমাত্র
  • কিছুটা ‍কমেছে সবজির দাম, চড়া তেল-পেঁয়াজ
  • মুক্ত হয় উত্তর-পূর্ব ও উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকা
  • ঝিনাইদহে নসিমন চালককে কুপিয়ে হত্যা
  • দেশে তীব্র শৈত্যপ্রবাহের আভাস
  • যশোরে পোষা কুকুর-বিড়ালে আক্রান্ত বাড়ছে, টিকা সংকট
  • সব ঠিক থাকলে খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে রোববার
  • নওগাঁয় মাদকসহ ১ জন গ্রেপ্তার
  • বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে অগ্নিসংযোগ-বিক্ষোভ-সড়ক অবরোধ
  • নোয়াখালী প্রেসক্লাবে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া
  • ঢাকার পথে ডা. জুবাইদা রহমান
  • আজ শুক্রবার, ২১ অগ্রহায়ণ, ১৪৩২ | ৫ ডিসেম্বর, ২০২৫
    খেলা

    ইতিহাসে প্রথমবার মিয়ামিকে ফাইনালে তুললেন মেসি

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ১০:০৪ এএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ১০:০৪ এএম

    ইতিহাসে প্রথমবার মিয়ামিকে ফাইনালে তুললেন মেসি

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ১০:০৪ এএম

    ইন্টার মিয়ামির হয়ে ইতিহাস গড়ে ফেলেছেন লিওনেল মেসি। ইতিহাসে প্রথমবারের মতো এমএলএস কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে তার দল। আজ সকালে ইস্টার্ন কনফারেন্সের ফাইনালে নিউ ইয়র্ক সিটি এফসিকে ৫-১ গোলে হারায় দলটি।

    এই ম্যাচে অবশ্য মেসি নন, আলো কেড়ে নিয়েছেন আরেক আর্জেন্টাইন ফরোয়ার্ড তাদেও আইয়েন্দে। পুরো ম্যাচে তিনি ছিলেন দুর্দান্ত, করেছেন হ্যাটট্রিক। মাতেও সিলভেত্তি এবং তেলাস্কো সেগোভিয়া আরও দুটি গোল করেন। এই জয়ে ইন্টার মিয়ামি ৬ ডিসেম্বর এমএলএস কাপের ফাইনাল আয়োজন করবে। সেখানে তারা ওয়েস্টার্ন কনফারেন্সের বিজয়ী দলের মুখোমুখি হবে।

    ১৪ মিনিটে মিয়ামি এগিয়ে যায়। সার্জিও বুসকেটসের দারুণ বল ধরে আইয়েন্দে নিচু শটে গোল করেন। এরপর ২৩ মিনিটে জর্দি আলবার ক্রসে হেড করে তিনি দ্বিতীয় গোল করেন। ৩৭ মিনিটে নিউইয়র্ক একটি গোল শোধ করে। ম্যাক্সি মোরালেসের ফ্রি-কিক থেকে জাস্টিন হােক হেডে গোল করেন। এতে মিয়ামি বিরতিতে যায় ২-১ স্কোর নিয়ে।

    ৬৬ মিনিটে নিউইয়র্ক সমতা আনতে পারত। কিন্তু রোকো রিওস নোভো দারুণ সেভ করে দলকে বাঁচান। এর এক মিনিট পর মেসির পাস থেকে সিলভেত্তি গোল করে ব্যবধান বাড়ান। মেসি ভেঙে দেন ৫৯ বছরের পুরোনো বিশ্বরেকর্ড।

    ৮৩ মিনিটে সেগোভিয়া জর্দি আলবার সঙ্গে দারুণ একটি পাস আদান-প্রদান করে গোল করেন। ৮৯ মিনিটে আইয়েন্দে তার হ্যাটট্রিক পূর্ণ করেন। এতে মিয়ামির জয় নিশ্চিত হয়।

    মেসি দলে যোগ দেওয়ার পর মিয়ামি লিগস কাপ ২০২৩ এবং সাপোর্টার্স শিল্ড ২০২৪ জিতেছিল। তবে এমএলএস কাপের ফাইনালে ওঠা হয়নি। এবার সেই অপেক্ষার শেষ হলো। এবার তাদের নজরে আরও বড় কিছু, এমএলএস কাপের শিরোপা।

    এবি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…