সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনে দু'দিন নির্বাচনী প্রচারের সব কার্যক্রম বাদ দিয়ে উপজেলার প্রত্যেকটি এলাকায় দোয়া ও কোরআন খতম আয়োজন করা হয়েছে। এ ছাড়াও উপজেলার বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে খালেদা জিয়ার রোগমুক্তির জন্য বিভিন্ন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো: কাজী সালাউদ্দিন।
এ উপলক্ষে শনিবার (২৯ নভেম্বর) সীতাকুণ্ড পৌরসভাস্থ কেন্দ্রীয় জামে মসজিদে বাদ আসর মো: কাজী সালাউদ্দিনের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে কাজী মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ‘খালেদা জিয়ার দ্রুত সুস্থতা জাতির প্রত্যাশা।’ তিনি দেশবাসী ও সীতাকুণ্ডবাসীর কাছে নেত্রীর দ্রুত আরোগ্য ও মুক্তির জন্য দোয়া কামনা করেন।’ তিনি আরও বলেন, ‘আগামীতে খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে নির্বাচনী প্রচার আরও জোরদার করা হবে।’
দোয়া মাহফিলে সীতাকুণ্ড উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
ইখা