যশোরের চৌগাছায় ৫ দিনের ছুটিতে বাড়িতে এসে পুলিশ সদস্য আক্তারুজ্জামান (৪৬) নিখোঁজ হয়েছেন। গত তিন ধরে তার হদিস মেলাতে পারেনি পরিবার। আক্তারুজ্জামান চৌগাছা উপজেলার সিংহঝুলি ইউনিয়নের জামলতা গ্রামের মৃত আনিচুর বিশ্বাসের ছেলে। তিনি খুলনা রেঞ্জের বাগেরহাট জেলার রামপাল থানায় কর্মরত।
স্বামী নিখোঁজের ঘটনায় স্ত্রী শাহিনা আক্তার শিমা বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে চৌগাছা থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে শিমা উল্লেখ করা হয়েছে, দাম্পত্য জীবনে তাদের তিন কন্যা সন্তান রয়েছে। সন্তানদের নিয়ে তিনি চৌগাছা পৌরসভার ইছাপুর গ্রামের বিল্লাল হোসেনের ভাড়া বাড়িতে বসবাস করেন। গত ২৬ নভেম্বর ৫ দিনের জন্য ছুটি নিয়ে বাড়িতে বেড়াতে আসেন তার স্বামী আক্তারুজ্জামান। ২৭ নভেম্বর সকালে ব্যক্তিগত কাজে ঝিনাইদহ উপজেলার মহেশপুরের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। যাওয়ার সময় তার ব্যবহৃত মোবাইল ফোন রেখে গিয়েছিলেন। গত তিনদিন ধরে আত্মীয় স্বজন ও পরিচিতজনদের বাড়িতে খোঁজ করেও সন্ধান মেলেনি।
এদিকে, শাহিনা আক্তার শিমা সাংবাদিককদের জানান, তার স্বামী আক্তারুজ্জামান নিখোঁজের পর থেকে তিনি ও সন্তানেরা হতাশ হয়ে পড়েছেন। এ ঘটনায় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, পুলিশ সদস্য নিখোঁজের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসআর