এইমাত্র
  • কিছুটা ‍কমেছে সবজির দাম, চড়া তেল-পেঁয়াজ
  • মুক্ত হয় উত্তর-পূর্ব ও উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকা
  • ঝিনাইদহে নসিমন চালককে কুপিয়ে হত্যা
  • দেশে তীব্র শৈত্যপ্রবাহের আভাস
  • যশোরে পোষা কুকুর-বিড়ালে আক্রান্ত বাড়ছে, টিকা সংকট
  • সব ঠিক থাকলে খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে রোববার
  • নওগাঁয় মাদকসহ ১ জন গ্রেপ্তার
  • বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে অগ্নিসংযোগ-বিক্ষোভ-সড়ক অবরোধ
  • নোয়াখালী প্রেসক্লাবে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া
  • ঢাকার পথে ডা. জুবাইদা রহমান
  • আজ শুক্রবার, ২১ অগ্রহায়ণ, ১৪৩২ | ৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    পঞ্চগড়ে রাতের আঁধারে আওয়ামী লীগের মিছিল

    নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ১২:০৯ পিএম
    নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ১২:০৯ পিএম

    পঞ্চগড়ে রাতের আঁধারে আওয়ামী লীগের মিছিল

    নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ১২:০৯ পিএম

    পঞ্চগড়ের দেবীগঞ্জে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকের নেতৃত্বে রাতের আঁধারে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ।

    শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের ৫০ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এ নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। পুলিশের ভূমিকা নিয়েও উঠেছে প্রশ্ন।

    ভিডিওতে দলীয় স্লোগানের পাশাপাশি ‘শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ রায়-মানি না মানবো না’, ‘ক্যাঙ্গারু কোর্টের রায়-মানি না মানবো না’, ‘দেবীগঞ্জের মাটি-আওয়ামী লীগের ঘাঁটি’-এমন স্লোগান দিতে দেখা যায়।

    রাতে মিছিল বের করায় এবং অধিকাংশের মুখ মাফলার দিয়ে ঢাকা থাকায় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক ছাড়া অন্য কারও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তিনি সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের দপ্তরেও চাকরি করতেন। তবে ভিডিও দেখে মিছিলটি দেবীগঞ্জ পৌরসভার করতোয়া সেতু এলাকায় হয়েছে তা নিশ্চিত হওয়া গেছে।

    নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপি-জামায়াত ও বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া একাধিক ব্যক্তি জানান, পুলিশের উদাসীনতার সুযোগে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সংগঠিত হওয়ার সুযোগ পাচ্ছেন। তাদের অভিযোগ-আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত অন্তত তিনজন ইউপি চেয়ারম্যান এখনও স্বাভাবিকভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এদের মধ্যে দুইজন সনাতন ধর্মাবলম্বী হওয়ায় তাদের নাম কোনো মামলায় নেই, তেমনি পুলিশের নজরদারির মধ্যেও নেই। এর পেছনে ভোটের রাজনীতি কাজ করছে বলে দাবি তাদের। আরও অভিযোগ, দেবীগঞ্জ থানায় একাধিক মামলা থাকলেও রাজনৈতিক নির্দেশ ছাড়া কাউকে গ্রেপ্তার করে না পুলিশ।

    দেবীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আসাদুজ্জামান সুমন বলেন, ‘গত এক বছরে উপজেলা কিংবা পৌর ছাত্রলীগের পদধারী কোন নেতাকে গ্রেপ্তার করা হয়নি। তারা প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়াচ্ছে। যখন তারা কোন মিছিল-মিটিং করে তখন পুলিশ তৎপর হয়। দুই এক দিন পর আবার আগের মতো নিরব দর্শকের ভূমিকা পালন করে। যার ফলস্বরূপ গতকাল রাতে পৌরসভায় ছাত্রলীগ এবং আওয়ামী লীগের লোকজন বিক্ষোভ মিছিল করে।’

    দেবীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি মুহাম্মদ বেলাল হোসেন বলেন, ‘চব্বিশের জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। তবে আমরা লক্ষ্য করছি পুলিশ প্রশাসনের নমনীয়তার সুযোগে তারা রাতের আঁধারে মিছিল করে বেড়াচ্ছে। আমরা তাদের বলতে চাই তাদের সাহস এবং শক্তি সামর্থ্য থাকলে দিনের আলোতে মিছিল করুক, দেবীগঞ্জের মানুষ তাদের প্রতিহত করবে ইনশাল্লাহ।’

    এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড়ের সমন্বয়ক ফজলে রাব্বী বলেন, ‘গত এক বছরে আমরা বারবার দেখেছি- ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং তাদের সহযোগী সংগঠনের দায়িত্বশীল পদধারীদের গ্রেপ্তারে পুলিশের এক ধরনের অনীহা রয়েছে। দেবীগঞ্জে সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের ব্যক্তিগত কর্মকর্তা আবু বকর সিদ্দিকের নেতৃত্বে পৌরসভার ভিতর রাতের আঁধারে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করছে। আবার দিনের বেলায় এলাকাজুড়ে ঘুরে বেড়াচ্ছে তারপরও পুলিশ নাকি তাদের খুঁজে পায় না। এটি সাধারণ মানুষের সঙ্গে প্রকাশ্য প্রহসন ছাড়া আর কিছুই নয়।’

    এ বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোয়েল রানা বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি আমাদের নজরে এসেছে। আমরা এ বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নিচ্ছি। এখনও কোন প্রত্যক্ষদর্শী পাইনি। তবে লোকেশন নিশ্চিত হতে করতোয়া সেতুর সিসিটিভি ফুটেজ চেক করা হচ্ছে।’

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…