মুন্সীগঞ্জে লুট হওয়া একটি শটগান ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় অস্ত্রসহ কে এম সোহেল রানা (৪৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৭টা থেকে রাত পর্যন্ত সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে এই অভিযান পরিচালনা করে।
সেনাবাহিনী জানায়, অভিযান চলাকালে প্রথমে চরডুমুরিয়ার আনন্দপুর এলাকা থেকে শটগানসহ সোহেল রানা আটক করে। পরে মোল্লাকান্দির আশুরান এলাকায় রতন দেওয়ানের বাড়িতে তল্লাশি চালিয়ে এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। তবে রতন দেওয়ান পলাতক রয়েছেন।
উদ্ধার হওয়া শটগানটি গত জুলাই গণঅভ্যুত্থান সময়ে সদর থানা থেকে লুট হওয়া অস্ত্র বলে শনাক্ত করেছে সেনাবাহিনী।
মুন্সিগঞ্জ সদর আর্মি ক্যাম্প কমান্ডারের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১০ নভেম্বর মোল্লাকান্দি এলাকায় রাজনৈতিক সহিংসতায় গুলিতে একজন নিহত ও কয়েকজন আহত হন। এরপর থেকেই এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। তারই ধারাবাহিকতায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
উদ্ধারকৃত অস্ত্র, কার্তুজ এবং আটক সোহেল রানাকে আইনি প্রক্রিয়ার জন্য মুন্সিগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, জেলায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, সন্ত্রাস দমন ও অবৈধ অস্ত্র উদ্ধারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি জনসাধারণকে যেকোনো সন্দেহজনক তথ্য নিকটস্থ সেনা ক্যাম্পে জানানোর আহ্বান জানানো হয়েছে।
মুন্সিগঞ্জ সদর থানার ওসি এম. সাইফুল আলম বলেন,সেনাবাহিনীর বিশেষ অভিযানে লুট হওয়া শটগান ও এক রাউন্ড কার্তুজ উদ্ধারসহ একজনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। উদ্ধার হওয়া অস্ত্রটি জুলাই গণঅভ্যুত্থান সময়ে থানার লুট হওয়া অস্ত্রের মধ্যে একটি বলে শনাক্ত করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে। ঘটনাটির সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে আমরা কাজ করছি।
এসআর