মুন্সিগঞ্জে ১০ম গ্রেড বাস্তবায়নে ২ ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। রবিবার সকাল ৯টা থেকে শুরু হয় দুপুর ১১টা পর্যন্ত এ কর্মসূচি চলে। কর্মবিরতির কারণে সেবা না পেয়ে বিপত্তিতে পড়েছেন হাসপাতালে আসা শতশত রোগী।
আন্দোলনকারীরা জানান, দীর্ঘ ৩১বছর ধরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা ১০ গ্রেডের দাবি করে আসছেন। কিন্তু কোন সরকারই তাদের দাবি বাস্তবয়ান করছে না। তাই তারা কর্মবিরতিতে গিয়েছেন। দাবি আদায় না হলে আজ ২ ঘণ্টার পর ৩ ডিসেম্বর থেকে লাগাতার কর্মসূচি ও কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করবেন বলে জানান তারা।
এদিকে হাসপাতালের রেডিওলজি, প্যাথলজিসহ বিভিন্ন স্থানে দেখা যায় রোগীদের ভিড়। সেবা না পেয়ে অনেকে পড়েছেন ভোগান্তিতে। এ বিষয়ে যথাযথ পদক্ষপের দাবি ভোগান্তিতে পড়া রোগীদের।
ইখা