চট্টগ্রামের সীতাকুণ্ডে এক মহিলা (৪৫) নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন। তার পরিচয় পাওয়া যায়নি। শনিবার (২৯ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের আব্দুল্লাহ ঘাটা এলাকায় মহাসড়কের পশ্চিম পাশে একটি তেলের ডিপোর পাশে এই ঘটনা ঘটে।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। অজ্ঞাত মহিলা শরীরে কেরোসিন ঢেলে গায়ে আগুন দেওয়ার একটি সিসি ফুটেজ পুলিশ জব্দ করেছে বলে জানিয়েছেন ফৌজদারহাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোঃ সোহেল রানা। কিন্তু পুলিশ মরদেহ উদ্ধার করলেও জানাতে পারেননি ওই নারীর পরিচয় । আত্মহত্যার কারণও জানা যায়নি।
স্থানীয় যুবক আনিসুর রহমান আনিস বলেন, ‘যদিও ঘটনাটি আমি শুনেছি সকালে। এলাকায় বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে দেখেছি। কিন্তু কেউই পরিচয় সনাক্ত করতে পারেনি। ধারণা করা হচ্ছে, বহিরাগত কোন মহিলা হবে।’ এমন হৃদয়বিদারক ঘটনার পিছনের কারণ উদঘাটন করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ জানান তিনি।
এ ছাড়াও তিনি আরও বলেন, ‘যে স্থানে ঘটনা ঘটেছিল ওই স্থানের আশেপাশে ছিল তেলের ডিপোসহ বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান। একটু এদিক-সেদিক হলেই ঘটে যেত বড় ধরনের দুর্ঘটনা।’
ফৌজদারহাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোঃ সোহেল রানা বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পিছনের কারণ ও মহিলার পরিচয় সনাক্ত করার চেষ্টা চলছে।’
ইখা