অল-ব্রাজিলিয়ান ফাইনালে প্রতিদ্বন্দ্বী পালমেইরাসকে হারিয়ে ইতিহাস গড়েছে ফ্লামেঙ্গো। তারা প্রথম দল হিসেবে চতুর্থবার কোপা লিবার্তাদোরেসের শিরোপা জিতে নিয়েছে।
এদিন ম্যাচের প্রথমার্ধ ছিল একেবারেই নীরস। কোনো দলই উল্লেখযোগ্য কোনো সুযোগ তৈরি করতে পারেনি। ৩০তম মিনিটে চিলির মিডফিল্ডার এরিক পুলগার ব্রুনো ফুকসের পায়ে বিপজ্জনক ট্যাকল করেছিলেন; সৌভাগ্যক্রমে সোজা লাল কার্ড এড়িয়ে যান। ৬৭তম মিনিটে দানিলোর হেড থেকে পাওয়া গোলেই ট্রফি জয়ের পথ তৈরি হয়।
জর্জিয়ান দে আরাস্কায়েতার কর্নার থেকে বল পেয়ে দানিলো উঁচুতে লাফিয়ে নিচু কোণে হেড করেন, যেখানে গোলরক্ষকের কিছুই করার ছিল না। ফিলিপে লুইসের তত্ত্বাবধানে দলটি দারুণভাবে ম্যাচ নিয়ন্ত্রণে রাখে।
শেষ মুহূর্তে পালমেইরাসের সামনে সমতা ফেরানোর বড় সুযোগ আসে। তবে ৮৮ মিনিটে খুব কাছ থেকে নেওয়া ভিক্টর রোকের শট উপরে উঠে গেলে ম্যাচে ফেরার সম্ভাবনা নষ্ট হয়।
অতিরিক্ত সময়ে ফ্লামেঙ্গোর এভারটন ব্যবধান বাড়াতে পারতেন। তার নেওয়া নিচু ফ্রি-কিকটি পোস্টে ঠেলে দূরে সরিয়ে দেন পালমেইরাসের গোলরক্ষক কার্লোস মিগুয়েল।
এর আগে, ২০২১ সালের ফাইনালে এই দুই দল মুখোমুখি হয়েছিল, যেখানে ২-১ গোলে জয়ী হয়েছিল পালমেইরাস।
আরডি