আয়াল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের স্কোয়াডে ছিলেন না শামীম হোসেন পাটোয়ারী। এ নিয়ে কম জল ঘোলা হয়নি। শামীমের না থাকা নিয়ে সংবাদ সম্মেলনে এসে প্রকাশ্যে নিজের অসন্তোষ প্রকাশ করেছিলেন অধিনায়ক লিটন দাস। তবে প্রথম দুই ম্যাচের স্কোয়াডে না থাকলেও তৃতীয়টিতে ঠিকই ফেরানো হয়েছে শামীমকে।
আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টির দলে তাঁকে অন্তর্ভুক্ত করা হলেও কাউকে বাদ দেওয়া হয়নি। শামীমকে দলে নেওয়ার ব্যাখ্যায় প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন বলেছেন, ‘দলের চাওয়া ছিল, আমরা সেটিই অনুসরণ করেছি। এর চেয়ে বিস্তারিত আর কিছু বলতে চাই না। আশা করি, সে খেলবে, আপনারা দেখতে পারবেন।’
আগামী মঙ্গলবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে হবে বাংলাদেশ-আয়ারল্যান্ড তৃতীয় টি-টোয়েন্টি। প্রথম দুই ম্যাচ শেষে ১-১ সমতা আছে, ম্যাচটা তাই দুই দলের জন্য সিরিজ নির্ধারণীও।
বাংলাদেশ স্কোয়াড: লিটন দাস, সাইফ হাসান, তানজিদ হাসান, পারভেজ হোসেন, তাওহিদ হৃদয়, জাকের আলী, নুরুল হাসান, মাহিদুল ইসলাম, মেহেদী হাসন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান, শরীফুল ইসলাম, সাইফ উদ্দিন, শামীম হোসেন।
আরডি