ক্ষমতায় গেলে আন্দোলনের লাগবে না, সরকার নাগরিকের দোরগোড়ায় সেবা পৌঁছে দেবে বলে জানিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
রবিবার (৩০ নভেম্বর) দুপুরে ‘প্রন্তিক পর্যায়ে স্বাভাবিক প্রসব সেবা প্রদানে কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডারদের ভূমিকা’ শীর্ষক সেমিনারে এই কথা জানান তিনি।
শফিকুর রহমান বলেন, ‘বিগত দিনে সরকার শুধু আশ্বাস দিয়েছে। তবে আমরা আশ্বাস নয় কাজে প্রমাণ করতে চাই। একই ভাষায় আমরা কথা বলি আমরা এক জাতি। সবার সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যেতে হবে।’
দেশের মানুষকে ভালো উল্লেখ করে তিনি বলেন, ‘তবে খারাপ রাজনীতিবিদদের কারণে দেশে কিছুই হয় না। কিন্তু আমরা মূল ধরে টান দিবো।’
জামায়াত আমির বলেন, ‘মা বাবা নয়, সন্তান কী নিয়ে পড়াশোনা করবে তা নির্ধারণ করবে শিক্ষক। আমাদের টার্গেট সব শিশুকে গড়ে তোলা। আগামীতে বোঝা নয়, সম্পদ হয়ে উঠবে তারা।’
এখন জাস্টিস পয়সা দিয়ে কিনতে হয় মন্তব্য করে তিনি বলেন, ‘এর পরিবর্তন করতে হবে আমাদের।’
তিনি আরও বলেন, ‘আমরা সরকারে গেলে কোনো দাবি নিয়ে দফতরে দফতরে ধরনা দিতে হবে না, আন্দোলন করতে হবে না। সরকার তার দোরগোড়ায় সেবা পৌঁছে দেবে।’
এমআর-২