বছরের পর বছর ভারতীয় ক্রিকেটের গল্প বলতে গেলে দুটি নাম না বললে যেন গল্পই অসম্পূর্ণ অস্পূর্ণ থেকে যাবে। এ দু’টি নাম হলো রোহিত শর্মা আর বিরাট কোহলি। সময়ের স্রোতে তারা দুজন একবারে আলাদা ধরণের চরিত্র হলেও, ভারতীয় ক্রিকেটের ইতিহাসে তাদের যৌথ অধ্যায় আজ আরও একটি সোনালি অধ্যায় স্পর্শ করল।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রাঁচিতে সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামার সঙ্গে সঙ্গেই ভেঙে গেল শচীন টেন্ডুলকার ও রাহুল দ্রাবিড়ের দীর্ঘদিনের রেকর্ড। ভারতের জার্সিতে একসঙ্গে ৩৯২তম আন্তর্জাতিক ম্যাচে অংশ নিয়ে রোহিত–কোহলি দাঁড়ালেন দেশের ইতিহাসের সবচেয়ে বেশি ম্যাচ খেলা জুটির তালিকার শীর্ষে।
টস শেষে যখন নিশ্চিত হলো রোহিত আর কোহলি দুজনই একাদশে, তখনই বোঝা গেল এক যুগেরও বেশি সময় ধরে ভারতীয় ক্রিকেটকে বহন করা এই দুই তারকা আরেকটি উল্লেখযোগ্য অধ্যায়ের সামনে দাঁড়িয়ে। কোহলির ক্যারিয়ারের ৩০৬তম ওয়ানডে, রোহিতের ২৭৭তম।
টেন্ডুলকার–দ্রাবিড় যুগের রেকর্ড এতদিন অটুট ছিল। ’৯৬ থেকে ২০১২ সাল পর্যন্ত ভারতীয় ক্রিকেটকে বহন করা সেই দুই কিংবদন্তি একসঙ্গে খেলেছিলেন ৩৯১ ম্যাচ। আজ কোহলি–রোহিত জুটি সেই সংখ্যাটিকে পেছনে ফেলল।
সবচেয়ে বেশি ম্যাচ খেলার ভারতীয় জুটির তালিকা:
১. রোহিত শর্মা – বিরাট কোহলি : ৩৯২ ম্যাচ
২. শচীন টেন্ডুলকার – রাহুল দ্রাবিড় : ৩৯১
৩. রাহুল দ্রাবিড় – সৌরভ গাঙ্গুলি : ৩৬৯
৪. শচীন টেন্ডুলকার – অনিল কুম্বল : ৩৬৭
৫. শচীন টেন্ডুলকার – সৌরভ গাঙ্গুলি : ৩৪১
আন্তর্জাতিক ক্রিকেটে জুটি হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড শ্রীলঙ্কার মাহেলা জয়বর্ধনে ও কুমার সাঙ্গাকারার। দুই জন একসঙ্গে খেলেছেন ৫৫০টি আন্তর্জাতিক ম্যাচ।
আরডি