কিশোরগঞ্জের ভৈরবে জেল হাজত থেকে ফিরে ৮ মাস পর দায়িত্ব নিলেন শিমুলকান্দি ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রিপন। রবিবার (৩০ নভেম্বর) বেলা ১২টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দায়িত্ব পালন করেন।
জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টে গণ-অভ্যুত্থানে দেশের রাজনীতির পটপরিবর্তনে পর আইনশৃঙ্খলা বাহিনী ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে গত ২৬ মার্চ শিমুলকান্দি ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রিপনকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করে।
এরপর দীর্ঘ ৫ মাস কারাগারে থাকার পর অন্তবর্তী সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়, কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা ও ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন নির্দেশে আজ রবিবার দীর্ঘ ৮ মাস পর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অফিস করেন। এর আগে সকালে পরিষদের কার্যালয়ে প্রবেশ করা মাত্রই চেয়ারম্যানকে বরণ করে নেন ইউনিয়নবাসী। এ সময় উপস্থিত ছিলেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।
ইখা