সিরাজগঞ্জের কাজীপুরের যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (৩০ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত একটানা অভিযান চালিয়ে এ দণ্ডাদেশ দেয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার মুসলিমপাড়া গ্রামের মৃত মনসুর রহমানের পুত্র মঞ্জুর রশিদ রানা (৪৮) ও মৃত হাসান আলীর পুত্র আতিকুর রহমান (৪৫)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার মাইজবাড়ী ইউনিয়নের ঢেকুরিয়া ইকোপার্ক ও পাশেই সাবেক ইউপি সদস্য আব্দুস সামাদের বাড়ির নিকট যমুনা নদী থেকে পৃথক ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন মঞ্জুর রশিদ রানা ও আতিকুর রহমান। এতে নদী তীর সংরক্ষণ এলাকা ও তীর রক্ষা বাঁধে ভাঙন দেখা দেয়। পরে পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত চালিয়ে তাদের দুজনকে আলাদাভাবে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। পাশাপাশি আগামী এক সপ্তাহের মধ্যে বালু উত্তোলন কাজে ব্যবহৃত সকল উপকরণ নদী এলাকা থেকে সরিয়ে নেওয়ার শর্তে তাদের মুচলেকা নেয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, ‘অবৈধভাবে বালু তুলে তারা নদীর তীর ও তীর রক্ষা বাঁধের ক্ষতি করছিলেন। অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় দুই ব্যক্তিকে মোট ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এক সপ্তাহের মধ্যে বালু উত্তোলনের সকল উপকরণ সরিয়ে নেয়ার মুচলেকা দিয়েছেন তারা।’
আরডি