এইমাত্র
  • কিছুটা ‍কমেছে সবজির দাম, চড়া তেল-পেঁয়াজ
  • মুক্ত হয় উত্তর-পূর্ব ও উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকা
  • ঝিনাইদহে নসিমন চালককে কুপিয়ে হত্যা
  • দেশে তীব্র শৈত্যপ্রবাহের আভাস
  • যশোরে পোষা কুকুর-বিড়ালে আক্রান্ত বাড়ছে, টিকা সংকট
  • সব ঠিক থাকলে খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে রোববার
  • নওগাঁয় মাদকসহ ১ জন গ্রেপ্তার
  • বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে অগ্নিসংযোগ-বিক্ষোভ-সড়ক অবরোধ
  • নোয়াখালী প্রেসক্লাবে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া
  • ঢাকার পথে ডা. জুবাইদা রহমান
  • আজ শুক্রবার, ২১ অগ্রহায়ণ, ১৪৩২ | ৫ ডিসেম্বর, ২০২৫
    শিক্ষাঙ্গন

    বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে রাতভর র‌্যাগিংয়ের অভিযোগ

    তানজিদ শাহ জালাল ইমন, ববি প্রতিনিধি প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০৮:৪৩ পিএম
    তানজিদ শাহ জালাল ইমন, ববি প্রতিনিধি প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০৮:৪৩ পিএম

    বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে রাতভর র‌্যাগিংয়ের অভিযোগ

    তানজিদ শাহ জালাল ইমন, ববি প্রতিনিধি প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০৮:৪৩ পিএম

    বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী ইমিডিয়েট সিনিয়রদের বিরুদ্ধে ভয়াবহ মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ করেছেন। রোববার (৩০ নভেম্বর) ভুক্তভোগী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর ও বিভাগের চেয়ারম্যান বরাবর এবিষয়ে লিখিত অভিযোগ জমা দিয়েছেন।

    অভিযোগে বলা হয়েছে, গত ২৬ নভেম্বর রাত ৮টার দিকে ১১তম ব্যাচের শিক্ষার্থীদের সিনিয়রদের নির্দেশে রূপাতলী হাউজিং মাঠে যেতে বলা হয়। সেখানে উপস্থিত হওয়ার পর তাদেরকে রাত ৯টা ৩০ মিনিটের বাসে করে নিয়ে যাওয়া হয় টোল প্লাজার কাছে অবস্থিত ইমিডিয়েট সিনিয়র নেহাল আহম্মেদ (২০২৩-২৪ শিক্ষাবর্ষ) এর বাসায়। এসময় আরো উপস্থিত ছিলেন একই বিভাগের সিনিয়র শিক্ষার্থী-নাফিজ ফারদিন আকন্দ স্বপ্নীল, মোহাম্মদ শামীম উদ্দিন, ইমন মাহমুদ, নেহাল ও মিরাজ। তারা বিভাগের ১০তম ব্যাচের শিক্ষার্থী। বাসায় প্রবেশের পর শিক্ষার্থীদের মোবাইল ফোনসহ সব ইলেকট্রনিক ডিভাইস কাড়িয়ে নেওয়া হয় এবং রাত ১০টা ৩০ থেকে শুরু হয় অমানবিক র‌্যাগিং ও নির্যাতন।

    ভুক্তভোগী আল শাহারিয়ার মোহাম্মদ মুশতাকিম মজুমদার জানান, তিনি বাসার গেট ১১টায় বন্ধ হয়ে যায় বলে জানালে সিনিয়ররা উল্টো তাকে ‘মেন্টাল’ বলে অপমান করেন এবং তার বাবা-মাকে জঘন্য ভাষায় গালিগালাজ করেন। এরপর তাকে জোর করে অশ্লীল ও অপমানজনক কবিতা আবৃত্তি করতে বলা হয়। কান্না করলে বলা হয়, “তুই সিম্পেথি পাওয়ার জন্য কান্না করতেছোস” এবং তাকে মেঝেতে বসে ১০ মিনিট কাঁদতে বাধ্য করা হয়।

    অভিযোগে আরও উল্লেখ হয়, মুশতাকিম ও আরও দু’জন সহপাঠীকে জোর করে ছেলে-মেয়ের চরিত্রে অভিনয় করতে বাধ্য করা হয় এবং ‘ফিজিক্যাল রিলেশন’ এর অঙ্গভঙ্গি করানো হয়। তিনি বেরিয়ে আসার চেষ্টা করলে একজন সিনিয়র লাঠি নিয়ে তাকে মারতে উদ্যত হন। একই সময় হুমকি দেওয়া হয়— “রুমের বাইরে গেলে পা দিয়ে পিষে মারবো।”

    ভুক্তভোগী আরও জানান, তাকে এক পায়ে দাঁড়িয়ে থাকতে বাধ্য করা হয়, এরপর ‘ওয়ান কোয়ার্টার’ প্যান্ট পরে নাচ করতে বলা হয়। তিনি যখন ওয়াশরুমে যাওয়ার অনুরোধ করেন, তখন তাকে একটি বোতলে সবার সামনে প্রস্রাব করতে বলা হয়। অনেক অনুনয়-বিনয় শেষে ওয়াশরুমে যেতে দেওয়া হলেও দরজা খোলা রেখে প্রস্রাব করার নির্দেশ দেওয়া হয়, যা তিনি মানতে পারেননি এবং ভেতরে গিয়ে কান্না করেন।

    অভিযোগে তিনি বর্ণনা করেন, ওয়াশরুম থেকে বের হওয়ার পর তাকে শার্ট ও প্যান্ট খুলতে বলা হয় এবং যৌন ইঙ্গিতপূর্ণ অশ্লীল কাজ করতে বাধ্য করার চেষ্টা করা হয়। শীতের রাতে তাকে শেষ পর্যন্ত শার্ট খুলে দাঁড়িয়ে থাকতে বলা হয়। এক পর্যায়ে তাকে একটি বিস্কুট দিয়ে “কুকুরের মতো চেটে খাও” বলেও অপমান করা হয়। তিনি কান্নায় ভেঙে পড়লেও সিনিয়রদের নির্যাতন থামেনি।

    এই নৃশংস মানসিক, শারীরিক ও নৈতিক নির্যাতন চলতে থাকে রাত ২টা পর্যন্ত। ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, পুরো ঘটনাই তাকে ভীষণভাবে লাঞ্ছিত, মর্মাহত ও মানসিকভাবে বিপর্যস্ত করেছে। তিনি নিজের জীবনের নিরাপত্তা নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

    এ বিষয়ে অভিযুক্ত কয়েকজন শিক্ষার্থীর কাছে জানতে চাইলে তারা জানান, ২৬ নভেম্বর জুনিয়রদের নিয়ে পিকনিক করছিলাম। তুচ্ছ বিষয়ে কিছুটা কথা-কাটাকাটি হয়েছে, র‍্যাগিং হয়নি।

    এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। র‍্যাগিং এর বিষয়ে আমরা জিরো টলারেন্স। আমরা একটি তদন্ত কমিটি গঠন করবো। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।’

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…