এইমাত্র
  • কিছুটা ‍কমেছে সবজির দাম, চড়া তেল-পেঁয়াজ
  • মুক্ত হয় উত্তর-পূর্ব ও উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকা
  • ঝিনাইদহে নসিমন চালককে কুপিয়ে হত্যা
  • দেশে তীব্র শৈত্যপ্রবাহের আভাস
  • যশোরে পোষা কুকুর-বিড়ালে আক্রান্ত বাড়ছে, টিকা সংকট
  • সব ঠিক থাকলে খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে রোববার
  • নওগাঁয় মাদকসহ ১ জন গ্রেপ্তার
  • বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে অগ্নিসংযোগ-বিক্ষোভ-সড়ক অবরোধ
  • নোয়াখালী প্রেসক্লাবে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া
  • ঢাকার পথে ডা. জুবাইদা রহমান
  • আজ শুক্রবার, ২১ অগ্রহায়ণ, ১৪৩২ | ৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশ

    অবশেষে চালু হলো ভূঞাপুরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স

    তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০৯:৫১ পিএম
    তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০৯:৫১ পিএম

    অবশেষে চালু হলো ভূঞাপুরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স

    তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০৯:৫১ পিএম

    টাঙ্গাইলের ভূঞাপুরে নির্মাণের এক দশক পরেও কার্যক্রমহীন মুক্তিযোদ্ধা ভবন—শিরোনামে সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে প্রশাসন। অবশেষে সকল জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে ভবনটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়েছে।

    রবিবার (৩০ নভেম্বর) সকালে ভূঞাপুর বাসস্ট্যান্ড সংলগ্ন মুক্তিযোদ্ধা সংসদ ভবন প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে ভবনের কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান।

    জানা যায়, ২০১৬ সালে ২ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে ভবনটির নির্মাণকাজ শেষ করে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স লাকী এন্টারপ্রাইজ। পরে এটি তৎকালীন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের কাছে হস্তান্তর করা হয়। কিন্তু নির্মাণের প্রায় এক দশক পার হলেও ভবনটিতে কোনো কার্যক্রম শুরু হয়নি। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় হারিয়ে যায় ভবনের জৌলুস। সড়ক ও জনপথ বিভাগের জায়গায় অনুমতি ছাড়া ভবন নির্মাণ হওয়ায় আইনি জটিলতায় কার্যক্রম বন্ধ হয়ে যায়।

    এ বিষয়ে গত ১১ সেপ্টেম্বর সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশ হলে প্রশাসন পুনরায় ভবনটি চালু করার উদ্যোগ নেয়। যদিও এর আগেও একাধিকবার উদ্যোগ নিলেও তা বাস্তবায়ন সম্ভব হয়নি।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. রাজিব হোসেন, ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মো. নাজমুল হাসান, মৎস্য কর্মকর্তা রিমা আক্তার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. চাঁদ মিঞা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, উপজেলা শ্রমিক দলের সভাপতি আলমগীর হোসেন তালুকদার, ভূঞাপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি শাহ আলম প্রামাণিক, সিনিয়র সাংবাদিক আসাদুল ইসলাম বাবুল, প্রেস ক্লাব সভাপতি আব্দুর রাজ্জাকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    উপজেলা সমাজসেবা কর্মকর্তা জানান, দীর্ঘদিন ভবনটি অকার্যকর ছিল। বারবার উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি। অবশেষে উপজেলা প্রশাসন বিধিমোতাবেক দরপত্র আহ্বান করে ভবনের ভেতরের দোকানগুলো বরাদ্দ দিয়েছে। আজ থেকেই আনুষ্ঠানিকভাবে ভবনের কার্যক্রম শুরু হলো।

    সড়ক ও জনপথ বিভাগের সঙ্গে আইনি জটিলতা নিরসন হয়েছে কিনা জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান সময়ের কণ্ঠস্বরকে জানান,“এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য আমার কাছে নেই। সড়ক ও জনপথ বিভাগ আমাদের কোনোভাবেই বিষয়টি অবহিত করেনি। বহু আগেই ভবনটির উদ্বোধন ও হস্তান্তর করা হয়েছিল, কিন্তু তবুও এটি দীর্ঘদিন অব্যবহৃত ছিল। বিধিমালা অনুযায়ী যারা আবেদন করেছেন তাদের বরাদ্দ দিয়ে আজ থেকে ভবনটি ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।”

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…