মুন্সিগঞ্জ সদর উপজেলার অন্যতম শীর্ষ সন্ত্রাসী ১৯ মামলার আসামী মিল্টন মল্লিককে (৪৬) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।
রবিবার(৩০ নভেম্বর) বিকেলে জেলার টঙ্গীবাড়ি উপজেলার যশলং গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মিল্টন সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের পূর্ব মাকহাটি গ্রামের বারেক মল্লিকের ছেলে।
রাত সাড়ে ৮ টার দিকে র্যাব-১১ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বিকেল সাড়ে ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ সিপিসি-১ এর নারায়গঞ্জের একটি আভিযানিক দল যশলং এলাকায় অভিযান চালায়। এসময় ডাকাতি, মাদক ও বিস্ফোরকসহ ১৯ মামলার আসামী মিল্টন মল্লিককে গ্রেপ্তার করতে সক্ষম হন। তাকে মুন্সিগঞ্জ সদর থানায় হস্তান্তর করেছে র্যাব।
র্যাব আরো জানায়, মিল্টন মল্লিক (৪৬) বিভিন্ন সময় মারাত্মক অস্ত্র নিয়ে তার ক্যাডার বাহিনী নিজ এলাকায় অস্ত্রের মহড়া প্রদর্শন করে জনমনে আতঙ্ক ও ভয়ভীতি দেখিয়ে ত্রাশের সৃষ্টি করে আসছে। তাছাড়াও সন্ত্রাসী, চাঁদাবাজি, ডাকাতিসহ এলাকায় বিস্ফোরণ ঘটিয়ে সন্ত্রাসের রাজ্য কায়েম করে সে। এরআগে চলতি বছরের ৩১ অক্টোবর যৌথ বাহিনী মিল্টন মল্লিকের বাসায় অভিযান চালিয়ে ৭ টি তাজা ককটেল বোমা, ২ টি সুইচ গিয়ার চাকুসহ তার দুই সহযোগীকে গ্রেপ্তার করে।
মুন্সিগঞ্জ সদর থানার ওসি এম. সাইফুল আলম বলেন,সদর উপজেলার অন্যতম শীর্ষ সন্ত্রাসী ১৯ মামলার আসামী মিল্টন মল্লিককে (৪৬) গ্রেপ্তার করে হস্তান্তর করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।