এইমাত্র
  • কিছুটা ‍কমেছে সবজির দাম, চড়া তেল-পেঁয়াজ
  • মুক্ত হয় উত্তর-পূর্ব ও উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকা
  • ঝিনাইদহে নসিমন চালককে কুপিয়ে হত্যা
  • দেশে তীব্র শৈত্যপ্রবাহের আভাস
  • যশোরে পোষা কুকুর-বিড়ালে আক্রান্ত বাড়ছে, টিকা সংকট
  • সব ঠিক থাকলে খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে রোববার
  • নওগাঁয় মাদকসহ ১ জন গ্রেপ্তার
  • বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে অগ্নিসংযোগ-বিক্ষোভ-সড়ক অবরোধ
  • নোয়াখালী প্রেসক্লাবে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া
  • ঢাকার পথে ডা. জুবাইদা রহমান
  • আজ শুক্রবার, ২১ অগ্রহায়ণ, ১৪৩২ | ৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    রামপালে ৫২ যাত্রী নিয়ে উল্টে গেল নৌকা

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ১১:০১ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ১১:০১ পিএম

    রামপালে ৫২ যাত্রী নিয়ে উল্টে গেল নৌকা

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ১১:০১ পিএম

    বাগেরহাটের রামপালে ৫২ যাত্রী নিয়ে চলা একটি ইঞ্জিনচালিত নৌকা মইদাড়া নদীতে উল্টে যায়। এতে নারী, শিশু ও বৃদ্ধসহ ভেসে যাওয়া ২০ জনকে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ উদ্ধার করেছে।

    রবিবার (৩০ নভেম্বর) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। উদ্ধার হওয়া ও আহত ব্যক্তিদের তাপবিদ্যুৎ কেন্দ্রের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

    রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, খুলনার দাকোপ, চালনা ও বাইনতলা থেকে ৫২ জন লোক একটি ইঞ্জিনচালিত নৌকায় করে রামপাল বিদ্যুৎকেন্দ্রের নিকটবর্তী এলাকা গৌরম্ভায় একটি পারিবারিক অন্নপ্রাশন অনুষ্ঠানে যোগদান করে বাড়িতে ফিরে যাচ্ছিলেন। বিকেল ৫টার সময় তাপবিদ্যুৎ কেন্দ্রের ১নং গেটের সেতুর সামনে মইদাড়া নদী দিয়ে যাওয়ার পথে দুর্ঘটনাবশত নৌকাটি উল্টে যায়।

    রামপাল বিদ্যুৎ কেন্দ্রের প্রধান গেটের কাছাকাছি হওয়ায় দুর্ঘটনার খবর পেয়ে প্রধান গেটে কর্তব্যরত সিকিউরিটি গার্ডরা এগিয়ে যান এবং তারা সিকিউরিটি কন্ট্রোল রুমকে অবহিত করেন। সিকিউরিটি কন্ট্রোল রুম থেকে তাৎক্ষণিকভাবে একটি মেডিকেল টিম এবং রামপাল বিদ্যুৎ কেন্দ্রে নিয়োজিত ফায়ার অ্যান্ড সেফটি টিমকে অবহিত করা হয়। কিছু লোক সাঁতরে তীরে আসলেও বৃদ্ধ এবং শিশুরা নৌকার নিচে আটকা পড়ে যায়।

    বিদ্যুৎ কেন্দ্রের সিকিউরিটি, ফায়ার অ্যান্ড সেফটি এবং মেডিকেল টিম তাদেরকে উদ্ধার করে দ্রুত অ্যাম্বুলেন্সে করে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের হাসপাতালে নিয়ে যায়। এ দুর্ঘটনায় নৌকাটিতে থাকা কয়েকজন শিশুসহ ২০ জন লোক আহত হন। বাকি ৩২ জন সাঁতরে তীরে আসতে সক্ষম হয়।

    এ ঘটনায় রামপাল বিদ্যুৎকেন্দ্রের মহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) তরিকুল ইসলাম দ্রুত হাসপাতাল পরিদর্শন করেন এবং দুর্ঘটনাকবলিত ব্যক্তিদের সঙ্গে কথা বলেন।

    কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল নোমান জানান, সবাইকে দ্রুত চিকিৎসা দেওয়া হয়েছে এবং আহত সবাই বিপদমুক্ত আছে। তবে তাদেরকে কিছু সময় অবজারভেশনে রাখতে হবে।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…