বার্সেলোনায় রিয়াল মাদ্রিদ পা রেখেছিল জয় নিয়ে শীর্ষে উঠে যাওয়ার আশা নিয়ে। তবে জিরোনা তাদের সে আশা পূরণ হতে দেয়নি। কিলিয়ান এমবাপ্পের পেনাল্টিও রিয়ালকে রক্ষা করতে পারেনি।
জিরোনার মাঠে রিয়াল মাদ্রিদ অবশ্য হারেনি, তবে জিততেও পারেনি, ১-১ গোলে ড্র করেছে দলটা। এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ায় লা লিগার শীর্ষে ফেরার সুযোগ হাতছাড়া করেছে তারা। শীর্ষে রইল বার্সেলোনাই।
১২ পয়েন্ট নিয়ে জিরোনা আছে অবনমন অঞ্চলে। সেই দলটাই রিয়ালের বিপক্ষে লিড নেয় বিরতির একটু আগে। আজেদিন উনাহির দুর্দান্ত শটে গোল পেয়ে যায় স্বাগতিকরা।
এমবাপ্পে একটি গোল করলেও সেটি বাতিল হয়। তিনি গোলের সময় হাত দিয়ে বল নিয়ন্ত্রণ করেছিলেন বলে রেফারি তা বাতিল করেন। এরপরই প্রতি আক্রমণ থেকে গোল পায় জিরোনা।
দ্বিতীয়ার্ধে খেলার কৌশল বদলে কিছুটা সুবিধা পায় রিয়াল। মাঝ দিয়ে দ্রুত আক্রমণে ওঠে তারা। ভিনিসিয়ুসও ডান দিক থেকে ডিফেন্ডারদের দৃষ্টি সরিয়ে জায়গা তৈরি করেন। একবার কাছ থেকে ভিনিসিয়ুস বল জালে পাঠান, তবে তিনি অফসাইডে ছিলেন।
৬৭তম মিনিটে স্পট কিক থেকে নিচু শটে বল পাঠান এমবাপ্পে। এর আগে বক্সে হুগো রিনকন ভিনিসিয়ুস জুনিয়রকে ফাউল করলে পেনাল্টি পায় রিয়াল। তবে জয়সূচক গোলটা আর আসেনি। শীর্ষস্থানেও আর ফেরা হয়নি তাদের। লা লিগায় রিয়াল এখন দ্বিতীয় স্থানে, এক পয়েন্ট পেছনে আছে বার্সেলোনার।
এবি