রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকসহ ১৭ জনের বিরুদ্ধে দুদকের মামলার রায় আজ সোমবার (১ ডিসেম্বর) ঘোষণা করা হবে। ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম এ মামলার রায় ঘোষণা করবেন।
এদিকে, রায়কে কেন্দ্র করে সকাল থেকে পুরান ঢাকার নিম্ন আদালত এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। ঢাকার মহানগর দায়রা জজ আদালতের নিচে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে এবং তল্লাশী করে বিচারপ্রার্থী এবং আইনজীবীদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে।
আদালতসূত্রে জানা গেছে, বেলা ১১টার পরে যে কোনো সময় আলোচিত প্লট দুর্নীতির মামলার রায় ঘোষণা করবেন আদালত। এ মামলায় অভিযোগপত্র দেওয়ার পরে গত ৩১ জুলাই ১৭ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। বিচারাধীন সময়ে ৩২ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।
প্লট দুর্নীতির ছয়টি মামলার মধ্যে গত ২৭ নভেম্বর শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে তিনটি মামলার রায় ঘোষণা করা হয়। এরমধ্যে শেখ হাসিনাকে ৩ মামলায় ২১ বছরের কারাদণ্ড ও ৩ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাস করে মোট ১৮ মাসের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদকে পৃথক পাঁচ বছর করে কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন।
এছাড়া শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও মেয়ে আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে আরও দুটি মামলা শুনানির শেষ পর্যায়ে রয়েছে।
এইচএ