চট্টগ্রামের ফটিকছড়িতে রাতের আঁধারে ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন। রবিবার (৩০ নভেম্বর) রাত ১০ টা থেকে ১১ টার মধ্যে উপজেলার নানুপুর এলাকায় মিছিল করে কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয় সংগঠনটির নেতাকর্মীরা। এরপর রাতেই অভিযান চালিয়ে মোঃ এরশাদ ও হ্নদয় নামের দুই আওয়ামী লীগ ও ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ৮ থেকে ১০ জন নেতা-কর্মী নানুপুর লায়লা কবির কলেজ গেইট থেকে মিছিলটি শুরু করে বিনাজুরী গ্রীণ টাওয়ার এলাকায় গিয়ে শেষ করেন। মিছিলটিতে নেতৃত্বে দেন, প্রবাসী আওয়ামী লীগ নেতা মোঃ জাহিদ।
মিছিলটি কয়েক মিনিটের মধ্যেই শেষ করে সটকে পড়েন তারা। পরে মিছিলের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষোভ প্রকাশ করে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা বিভিন্ন মন্তব্য লেখেন। এ সব মন্তব্যে তারা পুলিশের কড়া সমালোচনা করেন।
ভিডিওতে দেখা যায়, ৮ থেকে ১০ জন নেতা-কর্মী ব্যানার সহকারে মশাল হাতে মিছিলটি বের করেন। এদের মধ্যে কয়েকজন হেলমেট পরিহিত ছিলেন। বাকীরা কাপড় দিয়ে মুখ ঢেকে মিছিলে অংশ নিয়েছেন। তবে মিছিলে নেতৃত্ব দেওয়া প্রবাসী আওয়ামী লীগ নেতা মোঃ জাহিদের মুখ খোলা ছিল।
এ বিষয়ে ফটিছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বলেন, 'ভিডিও দেখে মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ইতোমধ্যে মো.এরশাদ ও হ্নদয় নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।’
ইখা