নবম গ্রেড বাস্তবায়ন সহ চার দফা দাবিতে নেত্রকোনায় সরকারী মাধ্যমিক বিদ্যালয়ে তিনদিনের কর্মবিরতি পালন করছে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। জেলায় ১১ টি সরকারী মাধ্যমিক শিক্ষকরা এ কর্মবিরতি পালন করছে।
সোমবার (০১ ডিসেম্বর) থেকে শুরু হওয়া এই কর্মবিরতির কারণে স্থগিত করা হয়েছে শিক্ষার্থীদের সকল শ্রেণির বার্ষিক পরীক্ষা। চলমান বার্ষিক পরীক্ষা বন্ধ রেখে এ আন্দোলন অযুক্তিক বলে দাবি করছেন অভিভাবকরা। কর্মবিরতি কারণে শিক্ষার্থীরা চরম বিপাকে পড়েন, অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে এসে ফিরে যাচ্ছে।
আন্দোলনরত শিক্ষকরা বলছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত আরো দুইদিন তাদের এই কর্মসূচি চলবে। তবে শিক্ষার্থীদের কোন প্রকার ক্ষতি যাতে না হয় তাই দ্রুতই পরীক্ষা নেওয়া হবে বলে জানান শিক্ষকরা।
এসআর