স্বপ্ন, পরিশ্রম আর অধ্যবসায়ের সুন্দর সমন্বয়ে উল্লাপাড়া উপজেলার এক সাধারণ পরিবারের ছেলে মোস্তফা আলী নিজের ভাগ্য নিজ হাতেই গড়ে নিলেন। সম্প্রতি প্রকাশিত ৪৫তম বিসিএসের মেধাতালিকায় ১৪তম স্থান অর্জন করে তিনি প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তার এই অর্জনে এলাকায় নেমে এসেছে আনন্দের ঢেউ।
মোস্তফা আলী সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ঘাটিনা গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী একটি মুদি দোকানের মালিক মোঃ রহমত আলীর ছেলে। ছোটবেলা থেকেই মেধাবী ও মনোযোগী মোস্তফা শিক্ষা জীবনের প্রতিটি ধাপে নজরকাড়া ফলাফল করেছেন। ২০০৯ সালে ঘাটিনা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে বৃত্তি, ২০১৫ সালে ঘাটিনা বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি-তে জিপিএ-৫ এবং ২০১৭ সালে সরকারি আকবর আলী কলেজ থেকে এইচএসসি-তে জিপিএ-৫ অর্জন করেন।
উচ্চশিক্ষার জন্য তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। সাফল্যের সঙ্গে তিনি স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। বিশ্ববিদ্যালয় জীবনে নেতৃত্ব, সংগঠন ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে তার সক্রিয় উপস্থিতি ছিল লক্ষণীয়। তিনি এসোসিয়েশন অব পলিটিক্যাল সায়েন্স অব বিজয় একাত্তর হল এর সভাপতি এবং ঢাবি শিক্ষার্থী উল্লাপাড়া এর সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।
বর্তমানে মোস্তফা আলী জাতীয় মানবাধিকার কমিশনে সহকারী পরিচালক হিসেবে কর্মরত। প্রথমবারের প্রচেষ্টাতেই বিসিএসের মতো প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হওয়াটা তার জীবনে এক অসাধারণ মাইলফলক।
মোস্তফা আলী বলেন এটা আমার জীবনের প্রথম বিসিএস পরীক্ষা। অনার্সের ফল প্রকাশের আগেই আবেদন করেছিলাম। আল্লাহর অশেষ রহমতে প্রশাসন ক্যাডারে সুপারিশ পেয়েছি। আমার মা-বাবা, শিক্ষক এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা তাদের দিকনির্দেশনা ছাড়া এই সাফল্য সম্ভব হতো না।
শিক্ষকদের চোখেও তিনি একজন মেধাবী, ভদ্র ও পরিশ্রমী শিক্ষার্থী। রাজশাহী শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক এবং সরকারি আকবর আলী কলেজের সাবেক শিক্ষক প্রফেসর শামীম হাসান বলেন, নানা প্রতিকূলতার মধ্যেও মোস্তফা নিজ প্রচেষ্টায় আজকের অবস্থানে পৌঁছেছে। তার সফলতায় আমরা গর্বিত।
ঈশ্বরদী সরকারি কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ও তার প্রাক্তন শিক্ষক ড. মোঃ জাহিদুল ইসলাম বলেন,মোস্তফা আমার অত্যন্ত প্রিয় ছাত্র। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরও নিয়মিত যোগাযোগ রাখতো। তার এই সাফল্যে আমি গর্বিত।
৪৫তম বিসিএসে মোট ১৮০৭ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে সুপারিশ করা হয়েছে, যার মধ্যে প্রশাসন ক্যাডারে স্থান করে নিয়েছেন ঘাটিনার মেধাবী সন্তান মোস্তফা আলী।
এসআর