এইমাত্র
  • কিছুটা ‍কমেছে সবজির দাম, চড়া তেল-পেঁয়াজ
  • মুক্ত হয় উত্তর-পূর্ব ও উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকা
  • ঝিনাইদহে নসিমন চালককে কুপিয়ে হত্যা
  • দেশে তীব্র শৈত্যপ্রবাহের আভাস
  • যশোরে পোষা কুকুর-বিড়ালে আক্রান্ত বাড়ছে, টিকা সংকট
  • সব ঠিক থাকলে খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে রোববার
  • নওগাঁয় মাদকসহ ১ জন গ্রেপ্তার
  • বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে অগ্নিসংযোগ-বিক্ষোভ-সড়ক অবরোধ
  • নোয়াখালী প্রেসক্লাবে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া
  • ঢাকার পথে ডা. জুবাইদা রহমান
  • আজ শুক্রবার, ২১ অগ্রহায়ণ, ১৪৩২ | ৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    সার ডিলার নিয়োগ নীতিমালা বাতিল চেয়ে জীবননগরে মানববন্ধন

    সালাউদ্দীন কাজল, জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি প্রকাশ: ১ ডিসেম্বর ২০২৫, ০২:৫৯ পিএম
    সালাউদ্দীন কাজল, জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি প্রকাশ: ১ ডিসেম্বর ২০২৫, ০২:৫৯ পিএম

    সার ডিলার নিয়োগ নীতিমালা বাতিল চেয়ে জীবননগরে মানববন্ধন

    সালাউদ্দীন কাজল, জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি প্রকাশ: ১ ডিসেম্বর ২০২৫, ০২:৫৯ পিএম

    প্রান্তিক পর্যায়ে খুচরা সার বিক্রেতাদের বাদ দিয়ে নতুন সার ডিলার নিয়োগে নতুন নীতিমালা বাস্তবায়নের বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন করেছেন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার খুচরা সার ব্যবসায়ীরা।

    সোমবার (১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় জীবননগর মুক্তমঞ্চের সামনে জীবননগর উপজেলা সার ও বালাইনাশক সমিতির ব্যানারে এই প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    মানববন্ধনে বক্তব্য দেন, উপজেলা সার ও বালাইনাশক সমিতির সভাপতি বজলুর রহমান, সমিতির সদস্য জাহাঙ্গীর হোসেন রানা, আশরাফুল হক, মনিরুজ্জামান, শাহিন উদ্দিন ও জান মুহাম্মদ। এ ছাড়াও প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠানে জীবননগর উপজেলার চার শতাধিক খুচরা সার ও কীটনাশক ব্যবসায়ী উপস্থিত ছিলেন।

    মানববন্ধনে বক্তরা বলেন, ‘বর্তমান সরকার সার ব্যবসায়ীদের জন্য নতুন যে নীতিমালা করেছে এটা বাস্তবায়ন হলে ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হবে কৃষকেরাও ক্ষতিগ্রস্ত হবে। সারা বাংলাদেশে ৫০ হাজারের বেশি খুচরা সার ও কীটনাশক বিক্রেতা আছে।’

    তারা বলেন, ‘এই ব্যাবসার সঙ্গে অনেকের কর্মসংস্থান জড়িয়ে আছে। সরকার যদি এই নীতিমালা বাস্তবায়ন করে তাহলে হাজার-হাজার মানুষের পেটে লাথি মারা হবে। কৃষকদের নিকট সবসময় টাকা থাকেনা। তারা খুচরা বিক্রেতাদের কাছ থেকে বাকিতে সার কিনে ফসল উঠলে আবার টাকা পরিশোধ করে দেয়। এই নীতিমালা বাস্তবায়ন করলে অনেক ছোটছোট চাষিরা বিপদে পড়বে।’

    বক্তারা আরও বলেন, ‘সারের ডিলার নিয়োগের এই নীতিমালা আমরা মানি না। এই নীতিমালার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাই। অবিলম্বে এই নীতিমালা প্রত্যাহার না করা হলে পরবর্তীতে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।’

    বক্তব্য শেষে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-আমীনের নিকট স্মারকলিপি প্রদান করেন উপজেলা সার ও বালাইনাশক সমিতির সদস্যরা।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…