বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের খেলোয়াড়দের নিলাম শেষ হয়েছে। ড্রাফটে বিদেশিদের প্রতি ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ কম তুলনামূলক কম ছিল। তবে এর মধ্যেও যে ক’জন বিদেশি ক্রিকেটার দল পেয়েছেন তাদের মধ্যে অন্যতম হলো ইতালির ক্রিকেটার এমিলিও গে। মাত্র ১০ হাজার মার্কিন ডলারে তাকে দলে নিয়েছেন রংপুর রাইডার্স। গে নিজেও জানিয়েছেন, বিপিএলে খেলার সুযোগ পেয়ে তিনি উচ্ছ্বসিত।
২৫ বছর বয়সী এমিলিওর জন্ম ইংল্যান্ডের বেডফোর্ডে। তার মা ইতালিয় এবং বাবা গ্রেনাডার। মায়ের বংশপরিচয়ের সূত্রেই তিনি ইতালির হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নাম লেখাতে পেরেছেন। এখন পর্যন্ত দেশটির হয়ে সাতটি ম্যাচ খেলেছেন তিনি। যার মধ্যে ৪টি ওয়ানডে এবং ৩টি টোয়েন্টি।
গত নভেম্বরে ইতালির হয়ে খেলতে নেমে চার ওয়ানডেতেই পঞ্চাশের দেখা পেয়েছেন এই ব্যাটার। টি–টোয়েন্টিতে অভিষেক গত জুলাইয়ে, যেখানে দ্বিতীয় ম্যাচেই স্কটল্যান্ডের বিপক্ষে অর্ধশতক করেছেন। তার তিনটি টি–টোয়েন্টিই ছিল বিশ্বকাপের ইউরোপ আঞ্চলিক ফাইনালের অংশ।
ইংলিশ কাউন্টি ক্রিকেটে পরিচিত মুখ এমিলিও। বর্তমানে খেলছেন ডারহামের হয়ে। প্রথম শ্রেণির ক্রিকেটে ৬৭ ম্যাচে করেছেন ৪,১৫০ রান, গড় ৩৭.৩৮। সেঞ্চুরি সংখ্যা ১০টি, ক্যারিয়ার–সেরা ইনিংস ২৬১।
বর্তমানে ইতালির জার্সিতে খেললেও এমিলিও’র স্বপ্ন ‘থ্রি লায়ন্সে’ জার্সিতে খেলা। যার কথা আগেও তিনি বলেছিলেন। গত বছর স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে জানান, সাদা বলের ক্রিকেটে নিজেকে উন্নত করতেই তিনি ইতালির হয়ে খেলছেন—এর ফলে কাউন্টিতে তার পারফরম্যান্স আরও ধারাবাহিক হবে বলে মনে করেন।
ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের নিয়ম অনুযায়ী, কোনো ব্রিটিশ খেলোয়াড় যদি অন্য কোনো পূর্ণ সদস্যদেশের হয়ে অনূর্ধ্ব–১৭ বা তার বেশি পর্যায়ে খেলে ফেলেন, তাহলে আর ইংল্যান্ডের হয়ে সুযোগ পান না। তবে সহযোগী সদস্যদেশের হয়ে খেললে এমন বাধা নেই। এ কারণেই সব হিসাব–নিকাশ মিলিয়ে ইতালির হয়ে খেললেও এমিলিওর চোখ ভবিষ্যতে ইংল্যান্ডের দিকেই।
আগামী ফেব্রুয়ারি–মার্চে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি বিশ্বকাপে ইতালির প্রতিনিধিত্ব করবেন বলেও জানা গেছে। এবার বিপিএলের মঞ্চে তার পারফরম্যান্স কেমন হয়, সেটিই এখন দেখার অপেক্ষা।
আরডি