এইমাত্র
  • কিছুটা ‍কমেছে সবজির দাম, চড়া তেল-পেঁয়াজ
  • মুক্ত হয় উত্তর-পূর্ব ও উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকা
  • ঝিনাইদহে নসিমন চালককে কুপিয়ে হত্যা
  • দেশে তীব্র শৈত্যপ্রবাহের আভাস
  • যশোরে পোষা কুকুর-বিড়ালে আক্রান্ত বাড়ছে, টিকা সংকট
  • সব ঠিক থাকলে খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে রোববার
  • নওগাঁয় মাদকসহ ১ জন গ্রেপ্তার
  • বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে অগ্নিসংযোগ-বিক্ষোভ-সড়ক অবরোধ
  • নোয়াখালী প্রেসক্লাবে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া
  • ঢাকার পথে ডা. জুবাইদা রহমান
  • আজ শুক্রবার, ২১ অগ্রহায়ণ, ১৪৩২ | ৫ ডিসেম্বর, ২০২৫
    আন্তর্জাতিক

    নাইজেরিয়ায় রাতের অন্ধকারে নববধূসহ ১৪ জনকে অপহরণ

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১ ডিসেম্বর ২০২৫, ০৩:১৬ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১ ডিসেম্বর ২০২৫, ০৩:১৬ পিএম

    নাইজেরিয়ায় রাতের অন্ধকারে নববধূসহ ১৪ জনকে অপহরণ

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১ ডিসেম্বর ২০২৫, ০৩:১৬ পিএম
    সংগৃহীত ছবি

    নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে রাতের আঁধারে নববধূসহ ১৪ শিশুকে অপহরণ করেছে সশস্ত্র হামলাকারীরা।

    কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

    প্রতিবেদনে বলা হয়, পশ্চিম আফ্রিকার এই দেশে সাম্প্রতিক মাসগুলোতে সংঘটিত ধারাবাহিক গণ-অপহরণের সর্বশেষ ঘটনা এটি।

    বার্তাসংস্থা এএফপিকে এক স্থানীয় বাসিন্দা বলেন, শনিবার (২৯ নভেম্বর) রাত থেকে রবিবার (৩০ নভেম্বর) ভোরের মধ্যে সোকোতো অঙ্গরাজ্যের চাচো গ্রাম থেকে এক নববধূ ও তার ১০ জন ব্রাইডসমেডসহ মোট ১৪ জনকে অপহরণ করা হয়েছে।

    চাচো গ্রামের বাসিন্দা আলিউ আবদুল্লাহি জানান, ‘গত রাতে ডাকাতেরা আমাদের গ্রামে হামলা চালায় এবং জাঙ্গো পাড়ার একটি বাড়ি থেকে নববধূ ও ১০ জন ব্রাইডসমেডসহ ১৪ জনকে তুলে নিয়ে যায়।’

    তিনি বলেন, নবজাতক শিশু, শিশুটির মা এবং আরেক নারীকে অপহরণ করেছে হামলাকারীরা।

    আলিউ আবদুল্লাহি বলেন, চাচো গ্রামটি গত অক্টোবরেও একই ধরনের হামলার শিকার হয়েছিল, যখন ১৩ জনকে অপহরণ করা হয়।

    নাইজেরিয়ার একটি গোয়েন্দা প্রতিবেদনে এই হামলার সত্যতা নিশ্চিত করা হয়েছে বলে উল্লেখ করেছে এএফপি।

    প্রতিবেদনে বলা হয়েছে, ‘নভেম্বরে সোকোতোতে ডাকাতচক্রের অপহরণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যা গত এক বছরের মধ্যে সর্বোচ্চ।’

    প্রতিবেদনে আরও ইঙ্গিত দেওয়া হয়েছে যে, প্রতিবেশী কয়েকটি অঙ্গরাজ্য ডাকাতদের সঙ্গে কার্যক্রম বন্ধের জন্য যে সমঝোতা করার চেষ্টা করেছে, সেটিও অপহরণ বৃদ্ধির অন্যতম কারণ হতে পারে।

    এর আগে, গত সপ্তাহে হামলাকারীরা কেব্বি অঙ্গরাজ্য থেকে ২৫ জন শিক্ষার্থী এবং নাইজার অঙ্গরাজ্য থেকে আরও তিন শতাধিক মানুষকে অপহরণ করে নিয়ে যায়।কেব্বির অপহৃত শিক্ষার্থীদের উদ্ধার করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে তবে নাইজারে অপহৃতদের সন্ধান এখনো চলছে।

    সূত্র: আল জাজিরা

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…