রিয়াল মাদ্রিদের নতুন কোচ জাভি আলোনসোর সাথে দলটির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের মধ্যকার জটিল সম্পর্কের বিষয়টি এখন ‘ওপেন সিক্রেট’। এছাড়া নতুন চুক্তি নিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে কথা-বার্তা এগোলেও শর্ত নিয়ে মতবিরোধের কারণে পরিস্থিতি ধোঁয়াশায় রয়েছে বলে জানাচ্ছে স্প্যানিশ গণমাধ্যম।
এমন পরিস্থিতিতে অনেকেই বলছেন, চলতি মৌসুম শেষে রিয়াল ছাড়তে পারেন ভিনিসিয়ুস। এমন অনিশ্চয়তার মধ্যেই আরেক ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের পরামর্শ পেলেন ভিনি।
২৫ বছর বয়সী ভিনিসিয়ুসের সঙ্গে রিয়ালের বর্তমান চুক্তির মেয়াদ ২০২৭ পর্যন্ত। তবে বেতন কাঠামো ও সম্ভাব্য বোনাস নিয়ে মতবিরোধের কারণে চুক্তি নবায়নের অগ্রগতি থমকে আছে বলে দাবি স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর। এমনকি মৌসুম শেষে তিনি ক্লাব ছাড়তে পারেন—এমন সম্ভাবনাও পুরোপুরি বাদ দেওয়া যাচ্ছে না।
এই অবস্থায় ভিনিসিয়ুসকে এগিয়ে এসে পরামর্শ দিয়েছেন নেইমার। স্প্যানিশ দৈনিক ওকে দিয়ারিওর প্রতিবেদনে বলা হয়েছে, নেইমার ভিনিসিয়ুসকে বলেছেন, নিজের অতীত অভিজ্ঞতা থেকে তিনি যেন একই ভুল না করেন এবং রিয়াল মাদ্রিদের সঙ্গে সম্পর্ক নবায়ন করে নেন।
নেইমারের ‘ভুল’ বলতে বোঝানো হচ্ছে বার্সেলোনা ছাড়ার পর তার ক্যারিয়ারে ঘটে যাওয়া অস্থিরতা। ২০১৭ সালে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে পিএসজিতে যোগ দিয়েছিলেন নেইমার। তবে সিদ্ধান্তটি নিয়ে পরে নিজেই আফসোস করেন।
নেইমারের মতে, ভিনিসিয়ুসের বর্তমান অবস্থান, উন্নতি এবং ভবিষ্যৎ সম্ভাবনার জন্য রিয়ালই সবচেয়ে উপযুক্ত জায়গা। তবে চুক্তি আলোচনায় অগ্রগতি না হওয়ায় সমর্থকদের উদ্বেগ এখনো কাটেনি।
আরডি