এইমাত্র
  • কিছুটা ‍কমেছে সবজির দাম, চড়া তেল-পেঁয়াজ
  • মুক্ত হয় উত্তর-পূর্ব ও উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকা
  • ঝিনাইদহে নসিমন চালককে কুপিয়ে হত্যা
  • দেশে তীব্র শৈত্যপ্রবাহের আভাস
  • যশোরে পোষা কুকুর-বিড়ালে আক্রান্ত বাড়ছে, টিকা সংকট
  • সব ঠিক থাকলে খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে রোববার
  • নওগাঁয় মাদকসহ ১ জন গ্রেপ্তার
  • বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে অগ্নিসংযোগ-বিক্ষোভ-সড়ক অবরোধ
  • নোয়াখালী প্রেসক্লাবে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া
  • ঢাকার পথে ডা. জুবাইদা রহমান
  • আজ শুক্রবার, ২১ অগ্রহায়ণ, ১৪৩২ | ৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    বরিশালে ৮ দলীয় জোটের সমাবেশে দশ লক্ষাধিক জনসমাগমের ঘোষনা

    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ১ ডিসেম্বর ২০২৫, ০৪:১৪ পিএম
    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ১ ডিসেম্বর ২০২৫, ০৪:১৪ পিএম

    বরিশালে ৮ দলীয় জোটের সমাবেশে দশ লক্ষাধিক জনসমাগমের ঘোষনা

    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ১ ডিসেম্বর ২০২৫, ০৪:১৪ পিএম

    বরিশালে বাংলাদেশ জামায়াতে ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ইসলামী সমমনা ৮ দলের বিভাগীয় সমাবেশ বাস্তবায়নে যোগাযোগ ব্যাবস্থায় হস্তক্ষেপ করে প্রতিবন্ধকতা সৃস্টি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ৮ দলীয় জোটের নেতৃবৃন্দ।

    পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জামায়াতে ইসলামের ব্যানার-পোস্টার ছিড়ে ফেলা হচ্ছে। এ সকল প্রতিবন্ধকতা মোকাবেলা করে বরিশালে ১০ লক্ষাধিক নেতা কর্মীর সমাগম করার প্রস্তুতি সম্পন্নের পথে বলে জানিয়েছেন ৮ দলীয় জোটের বরিশাল নেতৃবৃন্দ।

    সোমবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় বরিশাল নগরের একটি রেস্তরায় সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল জেলা কমিটির সভাপতি মাওলানা মোঃ সিরাজুল ইসলাম বলেন, ‘৫ দফা দাবির পক্ষে দেশের ৭ বিভাগীয় নগরে সমাবেশের আয়োজন করা হয়েছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার বরিশালে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। মঙ্গলবারের সমাবেশে কমপক্ষে ১০ লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে।’ ঘোষিত জুলাই সনদের আইনী ভিত্তি , জুলাই সনদ বাস্তবায়ন, জাতীয় নির্বাচনের আগে গনভোটের দাবী, উচ্চ ও নিন্ম কক্ষে পি.আর পদ্বতীতে নির্বাচন ও নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী করার দাবীতে মঙ্গলবারের এ বিভাগীয় সমাবেশ বলে জানান এ নেতা।

    বাংলাদেশ জামায়াতে বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সেক্রেটারি ও বরিশাল সদর আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী মুয়াযয্ম হোসাইন হেলাল বলেন, ‘জুলাই সনদে সব দল ও ঐক্যমত কমিশনের স্বাক্ষর হয়েছে। কিন্তু সেই সনদ বাস্তবায়নে নানা রকম অপচেষ্ঠা চলছে। নির্বাচনের সঙ্গে গণভোটের আয়োজন করার উদ্যোগের ফলে গণভোটের কার্যরিতা নানান সমস্যার মুখে পড়েছে।’

    হেলাল বলেন, ‘এখনও নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড সৃস্টি হয়নি। সারা দেশসহ বরিশাল বিভাগের বিভিন্ন স্থানে নেতা কর্মীদের উপর হামলা হচ্ছে। ১৫ বছর মানুষ ভোট দিতে পারেনি। জনগণ যেনো ভোট দিতে পারে এ অঙ্গীকার যেনো বাস্তবায়ন করা হয় ‘ মঙ্গলবারের সমাবেশে ১০ লক্ষাধিক মানুষের সমাবেশ ঘটানো হবে বলে জানান এ নেতা।

    সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বরিশাল মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ জহির উদ্দিন বাবর, নায়েবে আমির অধ্যাপক মাহমুদ হোসাইন দুলাল, সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, জেলা আমির মাওলানা আব্দুল জব্বার, সহসভাপতি মাওলানা জামিলুর রহমান, জেলা সেক্রেটারি মাওলানা হাফিজুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের বরিশাল জেলা সভাপতি মাওলানা মোঃ জুবায়ের গালিব, জেলা সেক্রেটারি মাওলানা এনামুল হক, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) বরিশাল জেলা সভাপতি মোঃ মনির হোসেন, জেলা সেক্রেটারি নান্নু হাওলাদার, বরিশাল মহানগর খেলাফত মজলিসের সিনিয়র সহসভাপতি অধ্যাপক মোয়াজ্জেম হোসেন, বরিশাল পশ্চিম জেলা সভাপতি অধ্যাপক সাইদুর রহমান শাহীন, বরিশাল মহানগর সাধারণ সম্পাদক শামসুল আলম নজরুল। এ ছাড়া বাংলাদেশ খেলাফত আন্দোলন, নিজামে ইসলাম ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির জেলা ও মহানগররের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…