এইমাত্র
  • কিছুটা ‍কমেছে সবজির দাম, চড়া তেল-পেঁয়াজ
  • মুক্ত হয় উত্তর-পূর্ব ও উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকা
  • ঝিনাইদহে নসিমন চালককে কুপিয়ে হত্যা
  • দেশে তীব্র শৈত্যপ্রবাহের আভাস
  • যশোরে পোষা কুকুর-বিড়ালে আক্রান্ত বাড়ছে, টিকা সংকট
  • সব ঠিক থাকলে খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে রোববার
  • নওগাঁয় মাদকসহ ১ জন গ্রেপ্তার
  • বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে অগ্নিসংযোগ-বিক্ষোভ-সড়ক অবরোধ
  • নোয়াখালী প্রেসক্লাবে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া
  • ঢাকার পথে ডা. জুবাইদা রহমান
  • আজ শুক্রবার, ২১ অগ্রহায়ণ, ১৪৩২ | ৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    লোহাগাড়ায় অকেজো পড়ে আছে কোটি টাকার সেতু!

    মো. মিনহাজ উদ্দীন, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১ ডিসেম্বর ২০২৫, ০৪:৩২ পিএম
    মো. মিনহাজ উদ্দীন, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১ ডিসেম্বর ২০২৫, ০৪:৩২ পিএম

    লোহাগাড়ায় অকেজো পড়ে আছে কোটি টাকার সেতু!

    মো. মিনহাজ উদ্দীন, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১ ডিসেম্বর ২০২৫, ০৪:৩২ পিএম

    চট্টগ্রামের লোহাগাড়ায় সংযোগ সড়ক না থাকায় প্রায় এক কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতু কোনো কাজে আসছে না। সেতুটি উপজেলার চরম্বা ইউনিয়নের ১নং ওয়ার্ডের হিন্দুপাড়ায় অবস্থিত। নির্মাণের আড়াই বছর অতিবাহিত হলেও সেতুর দুপাশে সংযোগ সড়ক নির্মাণ না হওয়ায় সেতুটি অকেজো অবস্হায় পড়ে থাকার কারনে জন্মেছে শেওলা সহ নানাবিধ গুল্মলতা, খসে পড়ছে পলেস্তারা ও। কোটি টাকার পাকা সেতুটি দাঁড়িয়ে আছে কেবল স্মারক হয়ে।

    উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্য্যলয় সূত্রে জানা গেছে,২০২১-২২ অর্থবছরে চরম্বা ইউনিয়নের ১নং ওয়ার্ডের হিন্দুপাড়ায় জামছড়ি খালের ওপর ৯৯ লক্ষ ৬১হাজার টাকা ব্যয়ে ৫০ ফুট দৈর্ঘ্য ও ১৮ ফুট প্রস্থের সেতুটি নির্মাণের দায়িত্ব পান কাশেম ব্রাদার্স নামক একটি ঠিকাদারি প্রতিষ্টান। তবে লোহাগাড়া সদরের মিনহাজ উদ্দীন নামক এক ব্যক্তি ঠিকাদারি প্রতিষ্টানের হয়ে প্রকল্পটি বাস্তবায়ন করেন।২০২৩ সালে সেতুটির নির্মান কাজ সম্পন্ন হয়।

    নির্মাণের দীর্ঘ সময় পরও সেতুর উভয়পাশের সংযোগ সড়কের কাজ (এপ্রোচ) শেষ না হওয়ায় কার্যত সেতুটি কোনো কাজে আসছে না। সেতুটি এখন পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়। ফলে দুর্ভোগও শেষ হচ্ছে না হাজার হাজার মানুষের।

    সেতুটির সংযোগ সড়কের অভাবে চরম্বা ইউনিয়নের মজিদারপাড়া,ওয়াহিদারপাড়া,লালারখীল,দিঘীরপাড়,পদুয়া ইউনিয়নের আন্ধারমানিক তাছাড়া ইউসুফ শাহ(রঃ)সড়ক হয়ে পার্বত্য বান্দরবানের টংকাবতী এলাকার প্রায় ১০হাজার বাসিন্দাদের চলাচলের একমাত্র সড়ক । কৃষি নির্ভর এ এলাকায় উৎপাদিত বিভিন্ন মৌসুমী ফলমুল,শাক-সবজি,ধান বাজারজাতকরনের একমাত্র সড়ক এটি।বিকল্প পথে এ কৃষিপণ্যগুলো পরিবহন করতে হলে প্রায় ১০ কিলোমিটার ঘুরে নিয়ে যেতে হয়।যেটি কৃষকদের জন্য অত্যন্ত কষ্টসাধ্য ও ব্যয়বহুল। প্রতিদিন হাজারো শ্রমিক, শিক্ষার্থী ও রোগীদের বালু–কাদা মাড়িয়ে চলাচল করতে হচ্ছে। এতে দুর্ভোগে পড়েছে পুরো অঞ্চলের মানুষ।

    সরেজমিন দেখা যায়, পাকা সেতুটির খুব কাছেই রয়েছে সড়ক। উভয়পাশে ১৫০ ফুটের মত সংযোগ সড়ক নির্মাণ করলেই সেতুটি মূল সড়কের সঙ্গে যুক্ত করা যাবে। তবে সেটি না করায় পাকা সেতুটি ব্যবহার করা যাচ্ছে না। পাশে স্থানীয় লোকজনের উদ্যোগে নির্মিত একটি বেইলি সেতু দিয়ে লোকজন চলাচল করছে।

    স্হানীয়রা জানান,আগে এই এলাকাটিতে সেতু ছিল না। এ কারণে এলাকাবাসীকে দুর্ভোগে পড়ত হতো। দুর্ভোগ কমাতে স্হানীয় কয়েকজন বিত্তশালীদের সহযোগিতায় খালের ওপর পাঁচ বছর আগে বেইলি সেতুটি নির্মাণ করা হয়।পাশের বেইলি সেতুটি বর্তমানে দুর্বল হওয়ায় যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ, তা ছাড়া বেইলি সেতুটি নিচু হওয়ায় বর্ষাকালে পানিতে ডুবে যায়। তখন চলাচল বন্ধ হয়ে যায়। জনসাধারণের দুর্ভোগের কথা চিন্তা করে দ্রুত পাকা সেতুটি সড়কের সঙ্গে সংযোগ করে চলাচলের উপযোগী করে দেওয়ার দাবি স্থানীয়দের।

    চরম্বা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ হোসেন বলেন, প্রকল্প বরাদ্দেই সংযোগ সড়কের বরাদ্দ থ্কে।ঠিকাদারের দায়িত্ব ছিল সেতুটি সড়কের সঙ্গে সংযুক্ত করে দেওয়া। আড়াই বছর আগে সেতুটি নির্মাণ হলেও সংযোগ সড়কে অভাবে এখানকার হাজার হাজার গ্রামবাসিকে প্রতিনিয়ত চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। বিষয়টি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে বেশ কয়েকবার অবহিত করা হয়েছে।আগামী বর্ষা মৌসুমের আগে সংযোগ সড়ক করা না গেলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে জনদূর্ভোগে পড়বে এসব এলাকার বাসিন্দারা।

    ঠিকাদারি প্রতিষ্ঠানের সেতুর নির্মাণকাজের দায়িত্বে থাকা মিনহাজ উদ্দিন বলেন, সেতুটির প্রস্থ ১৮ ফুট। তবে প্রকল্পে সংযোগ সড়কের প্রস্থ আছে ১২ ফুট। আমরা দুইবার কাজ করতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে ফিরে এসেছি। স্থানীয় লোকজনের দাবি, সেতুর প্রস্থের সমান ১৮ ফুট করে সংযোগ সড়ক নির্মাণ করতে হবে এ কারনেই সংযোগ সড়ক করা হয়নি।

    উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদ আহমেদ জাকির বলেন, আমার যোগদানের আগেই সেতুটি উদ্বোধন করা হয়েছে। বিষয়টি জানার পরপরই সরেজমিনে পরিদর্শন করেছি, আগামী ১ সপ্তাহের মধ্যে সংযোগ সড়কের কাজ শুরু করা হবে বলে ও জানান তিনি।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…