ফুটবলে যুগ যুগ ধরে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল–আর্জেন্টিনা। তবে বুয়েন্স আইরেসের ক্রিকেট মাঠে সেই উত্তাপ দেখা গেল না। দুই দেশের পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে ব্রাজিলকে হেসেখেলেই হারিয়েছে স্বাগতিক আর্জেন্টিনা।
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আর্জেন্টিনা ২-০ ব্যবধানে জয়লাভ করে। বৃষ্টির কারণে সিরিজের বাকি তিনটি ম্যাচের কোনো ফলাফল আসেনি।
সিরিজের প্রথম ম্যাচে ৮ উইকেটে সহজ জয় পায় আর্জেন্টিনা। দ্বিতীয় ম্যাচেও সুবিধাজনক অবস্থায় ছিল তারা। ব্রাজিলের ছুড়ে দেওয়া ১০৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আর্জেন্টিনা ১.১ ওভার শেষে ৯ রান তুলতেই বৃষ্টি হানা দেয়, ফলে ম্যাচটি পরিত্যক্ত হয়। একই কারণে তৃতীয় ম্যাচে টসই করা সম্ভব হয়নি।
রোববার (১ ডিসেম্বর) একই দিনে অনুষ্ঠিত শেষ দুই টি–টোয়েন্টির প্রথমটিতে (চতুর্থ ম্যাচ) বড় জয় তুলে নিয়ে সিরিজ নিশ্চিত করে আর্জেন্টিনাই। ম্যাচটিতে আগে ব্যাট করে স্বাগতিকদের সংগ্রহ ৪ উইকেটে ১৪৩। টমাস রসসি ৩১ বলে ৪৬ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে বড় সংগ্রহ এনে দেন।
লক্ষ্য তাড়ায় নেমে ব্রাজিল ৭ উইকেটে ৯৯ রানের বেশি তুলতে পারেনি। আর্জেন্টিনার হয়ে দুর্দান্ত বোলিং করেন লুকাস রসসি, মাত্র ১৯ রানের বিনিময়ে তিনি একাই ৪ উইকেট শিকার করেন।
একই দিনে অনুষ্ঠিত শেষ ম্যাচটিও বৃষ্টিতে ভেসে যায়। প্রথমে ব্যাট করে আর্জেন্টিনা ২০ ওভারে ৬ উইকেটে তোলে ১৫০ রান। লুকাস ৪৩ বলে ৫৫ রানের চমৎকার ইনিংস খেলেন, যাতে ছিল তিনটি ছক্কা ও দুটি চার। রামিরো এস্কোবারের ব্যাট থেকে আসে ২৩ বলে ৩২ রান।
তবে বৃষ্টি বাড়ায় ব্রাজিল আর ব্যাটিংয়ের সুযোগই পায়নি। ফলে নিয়মিত বিচারে সিরিজ ২–০ ব্যবধানে জিতে নেয় আর্জেন্টিনা।
আরডি