মুন্সিগঞ্জে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত এবং খাবারের মূল্য তালিকা প্রদর্শন না করায় একটি হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (১ ডিসেম্বর) দুপুর দুইটা থেকে তিনটা পর্যন্ত সদর উপজেলার সিপাহীপাড়া চৌরাস্তা এলাকায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
তিনি বলেন, ‘মনির হোটেলে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না এবং খাবারের মূল্য তালিকা প্রদর্শন না করায় হোটেলটির মালিক মোহাম্মদ রাশেদুল ইসলামকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্যসম্মতভাবে খাবার প্রস্তুত করা এবং মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।’
অভিযানে সহযোগিতা করেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা এ বি এম মিজানুল হক এবং ব্যাটালিয়ন আনসার মুন্সিগঞ্জের একটি টিম।
ইখা