মেহেরপুর জেলার গাংনী উপজেলায় ট্রাক্টরের নিচে চাপা পড়ে চাকায় পিষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১লা ডিসেম্বর) উপজেলার মানিকদিয়া গ্রামের মাঠপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনায় মৃত শিহাব (৭) উপজেলার মানিকদিয়া গ্রামের মাঠ পাড়ার কৃষক ওসমানের ছেলে।
স্থানীয়রা জানান, শিশু শিহাব সহ তার কয়েকজন বন্ধু রাস্তার পাশের একটি ছোট্ট প্রাচীরের উপর বসে খেলাধুলা করছিল। পার্শ্ববর্তী একটি কৃষি জমিতে ট্রাক্টর দিয়ে চাষ করা হচ্ছিল। একপর্যায়ে শিশু শিহাব আকস্মিকভাবে প্রাচীর থেকে নিচে পড়ে যায়। এসময় তার উপর দিয়ে ট্রাক্টরের চাকা উঠে যায়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
গাংনী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) বাণী ইসরাইল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আরডি