এইমাত্র
  • কিছুটা ‍কমেছে সবজির দাম, চড়া তেল-পেঁয়াজ
  • মুক্ত হয় উত্তর-পূর্ব ও উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকা
  • ঝিনাইদহে নসিমন চালককে কুপিয়ে হত্যা
  • দেশে তীব্র শৈত্যপ্রবাহের আভাস
  • যশোরে পোষা কুকুর-বিড়ালে আক্রান্ত বাড়ছে, টিকা সংকট
  • সব ঠিক থাকলে খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে রোববার
  • নওগাঁয় মাদকসহ ১ জন গ্রেপ্তার
  • বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে অগ্নিসংযোগ-বিক্ষোভ-সড়ক অবরোধ
  • নোয়াখালী প্রেসক্লাবে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া
  • ঢাকার পথে ডা. জুবাইদা রহমান
  • আজ শুক্রবার, ২১ অগ্রহায়ণ, ১৪৩২ | ৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ভোলা-বরিশাল সেতুর দাবিতে বিদ্যুৎ কেন্দ্রে তালা

    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ১ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৬ পিএম
    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ১ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৬ পিএম

    ভোলা-বরিশাল সেতুর দাবিতে বিদ্যুৎ কেন্দ্রে তালা

    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ১ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৬ পিএম

    বরিশাল সেতু নির্মাণ ও মেডিকেল কলেজ স্থাপনসহ ৫ দফা দাবীতে ভোলার বোরহানউদ্দিনে অবস্থিত ২২৫ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র ঘেরাও করে তালা দিয়েছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এতে বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা।

    সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কতুবা ইউনিয়নে অবস্থিত বিদ্যুৎ কেন্দ্রের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারীরা।

    এর আগে, সোমবার সকালে ভোলার সড়কে সড়কে মানববন্ধন ও বিক্ষোভ করেন ভোলার সর্বস্থরের মানুষ। এছাড়াও সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলা ও গ্রাম থেকে লংমার্চ করে বিদ্যুৎ কেন্দ্র ঘেরাও করতে হাজার হাজার মানুষ বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজ মাঠে জড়ো হন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বিদ্যুৎ কেন্দ্র ঘেরাও করে সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন। দিনভর কর্মসূচির পর কোনো আশ্বাস না পেয়ে সন্ধ্যায় বিদ্যুৎ কেন্দ্রে তালা দেন তারা।

    এদিকে আন্দোলনকারীদের তালায় বিদ্যুৎ কেন্দ্রের ভেতের অবরুদ্ধ হয়ে পড়েন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার, বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত কর্মকর্তা- কর্মচারীরা। পরে দাবী বাস্তবায়নে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার আশ্বাসে অবরুদ্ধের কর্মকর্তাদের ছেড়ে দেন বিক্ষুব্ধরা।

    এ সময় আন্দোলনকারীরা হুশিয়ারী দিয়ে বলেন, ২২ লক্ষ ভোলাবাসীর প্রানের দাবী ভোলা বরিশাল সেতু নির্মাণসহ ৫ দফা দাবী বাস্তবায়ন না করা হলে ভোলার গ্যাস দিয়ে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ বন্ধ করে দেওয়া হবে। এবং ভোলার গ্যাস ঢাকায় নেওয়া বন্ধ করে দেওয়া হবে। এছাড়াও দাবী মানা না হলে কঠোর থেকে কঠোরতম কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলেও জানান তারা।

    ঘটনাস্থলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, র‍্যাব, নৌবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকটি টিম উপস্থিত ছিলেন।

    এফএস

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…