পুরাতন বই দিলেই মিলেছে নতুন বই - এমন নান্দনিক আয়োজন করেছে ‘সমতট পড়ুয়া’ নামক কুমিল্লার একটি সাহিত্য সংগঠন। এ সংগঠনের সপ্তম বর্ষে পদার্পণ উপলক্ষে এই বই বিনিময় প্রহর অনুষ্ঠান হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অনার্স শাখার কলা ভবনের সামনে এই অনুষ্ঠান আয়োজিত হয়। এ অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল বাসার ভূঁঞা।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর আবুল বাসার ভূঁঞা বলেন, বই পড়া শুধু মানুষের সাংস্কৃতিক বিকাশ নয় আমাদের মননশীলতাকে পরিবর্তন করে দেয়। বই পড়া মানে একটি চরিত্রের সাথে কথা বলা। একটি বই একবার পড়ার পর দ্বিতীয়বার সেই বই পড়তে কারোই ইচ্ছে করে না। তখন আমরা বইটি বুক সেলফে রেখে দেই। তবে কেমন হয় যদি বইটি বুক সেলফে না রেখে একে অপরের কাছে বিনিময় করি। তেমনি এক উদ্যোগ নিয়েছে সাহিত্য সংগঠন 'সমতট পড়ুয়া'।
সমতট পড়ুয়ার এই বই বিনিময় প্রহর অনুষ্ঠানকে ঘিরে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলেছে উৎসবের আমেজ। কলা ভবনের সামনের মাঠকে সাজানো হয় বাহারি সাজে৷ সংগঠনের সদস্যরা বই নিয়ে বসে গাছতালায় ও টুল-টেবিলে। তাদের কাছ থেকে শিক্ষক-শিক্ষার্থীরা তাদের পড়ে ফেলা বই দিয়ে আবার নিয়ে যাচ্ছেন নতুন বই। অন্তত সাড়ে ৫০০ বই দেওয়া-নেওয়া হয় এ অনুষ্ঠানে।
উদ্বোধনী অনুষ্ঠানে সমতট পড়ুয়ার সভাপতি শিমুল চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মানসিব জুনায়েদ চৌধুরী সঞ্চালনায় বক্তব্য রাখেন, কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক গাজী মুহাম্মদ গোলাম সোহরাব হাসান, যুগ্ম-সম্পাদক মো. মুনছুর হেল্লাল, সমতট পড়ুয়ার প্রতিষ্ঠাতা সাইফুল ইসলাম, সাবেক সভাপতি মুক্তি সাহা ঈশিতা ও অভিষেক কর, সাবেক সহ-সভাপতি মোস্তফা কামাল, সাবেক সাধারণ সম্পাদক সুপ্তি সাহা ইশিকা, বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন নাবীল, অর্থ পরিকল্পনা সম্পাদক ফাহিমা মজুমদার প্রমুখ।
সংগঠনের সদস্যরা বলেন, ২০১৯ সালের ১ ডিসেম্বর থেকে সমতট পড়ুয়ার যাত্রা শুরু হয়। আমাদের কাজ সাধারণ মানুষকে বই পড়ায় উদ্বুদ্ধ করা। এই লক্ষ্য নিয়েই আমার কাজ করে থাকি।
এফএস