কুষ্টিয়া সীমান্তে অত্যাধুনিক বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ আরিফুল ইসলাম (২৪) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১ ডিসেম্বর) দুপুরে দৌলতপুর সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত এক অভিযানে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন বিজিবি অধিনায়ক লেফটেন্ট্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।
আটক আরিফুল দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের ডিগ্রীচর গ্রামের মো. রিয়াজুল ইসলামের ছেলে। আরিফুল সীমান্তের চিহিৃত অস্ত্র কারবারি বলে জানিয়েছে বিজিবি।
উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে, অত্যাধুনিক একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন, তিন রাউন্ড তাজা গুলি ও একটি মোবাইল।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার দুপুর পৌনে ১২টার দিকে বিজিবি আওতাধীন দৌলতপুর উপজেলার চরচিলমারী বিওপির সীমান্ত পিলার ৮৪/২-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আতারপাড়া নামক স্থানে বিশেষ অভিযান চালানো হয়। এসময় আরিফুলকে আটকের পাশাপাশি তার কাছ থেকে বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্রের আনুমানিক মূল্য এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা।
বিজিবি অধিনায়ক লেফটেন্ট্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, এ ঘটনায় দৌলতপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্র ও আটক আসামিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এনআই