এইমাত্র
  • কিছুটা ‍কমেছে সবজির দাম, চড়া তেল-পেঁয়াজ
  • মুক্ত হয় উত্তর-পূর্ব ও উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকা
  • ঝিনাইদহে নসিমন চালককে কুপিয়ে হত্যা
  • দেশে তীব্র শৈত্যপ্রবাহের আভাস
  • যশোরে পোষা কুকুর-বিড়ালে আক্রান্ত বাড়ছে, টিকা সংকট
  • সব ঠিক থাকলে খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে রোববার
  • নওগাঁয় মাদকসহ ১ জন গ্রেপ্তার
  • বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে অগ্নিসংযোগ-বিক্ষোভ-সড়ক অবরোধ
  • নোয়াখালী প্রেসক্লাবে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া
  • ঢাকার পথে ডা. জুবাইদা রহমান
  • আজ শুক্রবার, ২১ অগ্রহায়ণ, ১৪৩২ | ৫ ডিসেম্বর, ২০২৫
    আন্তর্জাতিক

    এবার ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ক্ষমতা ছেড়ে পালিয়ে যেতে বললেন ট্রাম্প

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২ ডিসেম্বর ২০২৫, ০৯:২৫ এএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২ ডিসেম্বর ২০২৫, ০৯:২৫ এএম

    এবার ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ক্ষমতা ছেড়ে পালিয়ে যেতে বললেন ট্রাম্প

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২ ডিসেম্বর ২০২৫, ০৯:২৫ এএম

    ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা ছেড়ে অন্য কোনো দেশে পালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সপ্তাহে মাদুরোর সঙ্গে সরাসরি ফোনে কথা হয় ট্রাম্পের। তবে মাদুরো ক্ষমতা ছাড়তে অস্বীকৃতি জানিয়েছেন।

    গত রোববার ট্রাম্প নিশ্চিত করেন মাদুরোর সঙ্গে তার আলাপ হয়েছে। ওইদিন তিনি বলেন, “ফোনালাপ ভালো হয়েছে নাকি খারাপ, সেটি আমি বলব না। এটি ছিল শুধুই একটি ফোনকল।”

    ধারণা করা হয় গত ২১ নভেম্বর ট্রাম্প ও মাদুরোর মধ্যে কথা হয়। তবে আলোচনার ব্যাপারে কোনো দেশই বিস্তারিত কিছু জানায়নি।

    তবে কয়েকটি সূত্র সংবাদমাধ্যম মিয়ামি হেরাল্ডকে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট মাদুরোকে ‘সরাসরি বার্তা’ দিয়েছেন। তিনি মাদুরোকে বলেছেন, “আপনি নিজেকে এবং কাছের মানুষদের বাঁচাতে পারেন। কিন্তু আপনাকে অবশ্যই দেশ ছাড়তে হবে। আপনি আপনার স্ত্রী ও সন্তানদের বাঁচাতে পারবেন যদি এ মুহূর্তে পদত্যাগ করেন।”

    কিন্তু মাদুরো পদত্যাগের আহ্বান প্রত্যাখ্যান করেন। তবে তিনি রাজনৈতিক ক্ষমতা ছেড়ে সশস্ত্র বাহিনীর ক্ষমতা নিজের কাছে রেখে দেওয়ার কথা বলেন।

    এরপর মাদুরো ও ট্রাম্পের মধ্যে আর কোনো কথা হয়নি বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। চলতি সপ্তাহে ট্রাম্প ভেনেজুয়েলার আকাশসীমা বন্ধের ঘোষণা দেন। এরপর মাদুরো আবারও তার সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। কিন্তু ট্রাম্প এতে কোনো সাড়া দেননি।

    মিয়ামি হেরাল্ড জানিয়েছে, তাদের প্রথম ফোনালাপটির ব্যবস্থা করে ব্রাজিল, কাতার এবং তুরস্ক।

    গত সোমবার হাজার হাজার সমর্থকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে মাদুরো বলেন ভেনেজুয়েলানরা কোনো ‘ক্রীতদাসে শান্তি’ চায় না।

    এদিকে ট্রাম্প মাদুরোকে সরাসরি ক্ষমতা ছাড়তে বললেও তাকে ক্ষমতাচ্যুত করতে বড় ধরনের সামরিক অভিযান চালাবেন না বলে মনে করেন অনেক পর্যবেক্ষক।

    সূত্র: মিয়ামি হেরাল্ড

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…