বাংলাদেশ-আয়ারল্যান্ড তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে আয়ারল্যান্ড। সিরিজে চলছে ১-১ সমতা।
প্রথম ম্যাচে হারার পর দ্বিতীয় ম্যাচে দারুণ জয়ে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। এবার সিরিজ নির্ধারণী ম্যাচে মাঠে নামছে টাইগাররা। সিরিজ জেতার জন্য এই ম্যাচে জয় চাইই চাই। গুরুত্বপূর্ণ এই ম্যাচে বাংলাদেশের একাদশে পরিবর্তন এসেছে ৩টি। একাদশে ফিরেছেন শরিফুল ইসলাম, রিশাদ হোসেন এবং শামীম হোসেন পাটোয়ারী। আগের ম্যাচের একাদশ থেকে বাদ নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ এবং তানজিম হাসান সাকিব।
বাংলাদেশের স্পিন ইউনিটে আছেন শেখ মেহেদী হাসান এবং রিশাদ হোসেন। সাথে পেস ইউনিটে মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলামের সাথে মোহাম্মদ সাইফউদ্দিন। ওপেনিংয়ে যথারীতি তানজিদ হাসান তামিমের সাথে পারভেজ হোসেন ইমন। তিনে অধিনায়ক লিটন দাস। চার নম্বরে খেলবেন সাইফ হাসান।
২ ডিসেম্বর চট্টগ্রামের শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-আয়ারল্যান্ড তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচ। খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।
দুই দলের একাদশ :
বাংলাদেশ : পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, লিটন দাস (অধিনায়ক এবং উইকেটরক্ষক), সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, মোহাম্মদ সাইফউদ্দিন, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
আয়ারল্যান্ড : পল স্টার্লিং (অধিনায়ক), টিম টেক্টর, হ্যারি টেক্টর, গ্যারেথ ডিলানি, লরকান টাকার (উইকেটরক্ষক), বনেন কালিজ, জর্জ ডকরেল, ম্যাথু হামফ্রেস, মার্ক অ্যাডায়ার, জশ লিটল, ব্যারি ম্যাককার্থি।