অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার কাছে নাস্তানাবুদ হয়েছে ইংলিশরা। পার্থ টেস্টে ভরাডুবির পর এবার ব্রিসবেনে অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করেছে ইংল্যান্ড।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ১০টায় ব্রিসবেনের গ্যাবায় শুরু হবে দিবা-রাত্রির এ ম্যাচ। গ্যাবার উইকেট সাধারণত পেস সহায়ক হলেও এই ম্যাচে একাদশে স্পিনার বাড়িয়েছে ইংল্যান্ড।
চোটের কারণে ছিটকে যাওয়া মার্ক উডের জায়গায় সুযোগ পেয়েছেন স্পিন অলরাউন্ডার উইল জ্যাকস। দলে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে থাকা লেগ স্পিনার শোয়েব বশিরকে পিছনে ফেলে প্রায় তিন বছর পর আবারও টেস্ট খেলতে নামছেন জ্যাকস। অ্যাশেজে এটিই হবে তার প্রথম ম্যাচ। দুই টেস্টে এখন পর্যন্ত তার ঝুলিতে রয়েছে ৬ উইকেট ও ব্যাট হাতে ৮৯ রান।
এর আগে পার্থে প্রথম টেস্টে রীতিমতো ভরাডুবি হয়েছে ইংলিশদের। মিচেল স্টার্কের আগুন ঝরানো বোলিং আর ট্রাভিস হেডের বিধ্বংসী ব্যাটিংয়ে মাত্র দুই দিনেই হারতে হয়েছিল বেন স্টোকসদের।
ইংল্যান্ড একাদশ
জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটকিপার), উইল জ্যাকস, গাস অ্যাটকিনসন, ব্রাইডন কারস, জোফরা আর্চার।
আরডি