আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আগে ব্যাট করতে নেমে ১১৭ রানের পুঁজি দাঁড় করিয়েছে আইরিশরা। ব্যাট হাতে পল স্টার্লিং ও টিম টেক্টর দারুণ শুরু করলেও টাইগারদের বোলিং তোপে নিয়মিত উইকেট হারিয়েছে আয়ারল্যান্ড।
টস জিতে আগে ব্যাট করতে নেমে আইরিশদের দারুণ শুরু এনে দেন দুই ওপেনার। ওপেনিং জুটিতে রান আসে ৩৬। ১০ বলে ১৭ রান করে বিদায় নেন টেক্টর। তিনে নেমে হ্যারি টেক্টরও বেশি একটা সুবিধা করতে পারেননি। ৬ বলে ৫ রান করে বিদায় নেন তিনি। পাওয়ারপ্লের ৬ ওভারে জোড়া উইকেট হারিয়ে ৫১ রান তোলে আয়ারল্যান্ড।
পাওয়ার-প্লে শেষেই আঘাত হানে টাইগার বোলাররা। ৫ বলে ১ রান করে বিদায় নেন লরকান টাকার। ১৬ বলে ৯ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরে যান কার্টিস ক্যাম্ফার। ৬৬ রানের মধ্যে ৪ উইকেট হাওয়া আয়ারল্যান্ডের। এক প্রান্ত আগলে রেখে খেলতে থাকা পল স্টার্লিং খেলেছেন ২৭ বলে ৩৮ রানের ইনিংস, থেমেছেন দলের ৭৩ রানের মাথাতে।
এরপর ধুঁকতে থাকা আইরিশরা এগিয়েছে গ্যারেথ ডিলানি ও জর্জ ডকরেলের জুটিতে ভর করে। ১২ বলে ১০ রান করে বিদায় নেন ডিলানি। ডকরেল কিছুক্ষণ টিকে থেকে রান তুলেছেন। যদিও অত সাবলীল ছিলেন না। ২৩ বলে ১৯ রানের ইনিংস খেলে শেষের আগের ওভারে বিদায় নেন ডকরেল।
শেষমেশ ১১৭ রানের মাথাতে শেষ উইকেট হারিয়ে অলআউট হয়েছে আইরিশরা। ৬ বলে ৫ রান করে শেষ ব্যাটার হিসেবে আউট হন বেন হোয়াইট।
বাংলাদেশের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান এবং রিশাদ হোসেন। ২ উইকেট নেন শরিফুল ইসলাম। ১টি করে উইকেট তোলেন শেখ মেহেদী হাসান এবং মোহাম্মদ সাইফউদ্দিন।
আরডি