চলতি সপ্তাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ বিশ্বকাপের ‘ড্র’। শুক্রবার (৫ ডিসেম্বর) ওয়াশিংটনের কেনেডি সেন্টারে আয়োজিত হবে বহুল প্রতিক্ষিত এই অনুষ্ঠান। আর এবারের এই ‘ড্র’ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আগামী বছর জুনে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত হবে ফিফা বিশ্বকাপ। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে টুর্নামেন্টটি।
ড্রতে ৪৮টি দলকে চারটি করে ১২টি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল এবং সেরা আটটি তৃতীয় স্থান অধিকারী দল নকআউট পর্বে যাবে। মোট ম্যাচ সংখ্যা ১০৪, ফিফা সভাপতির ভাষায় যা ‘১০৪টি সুপার বোলের সমান।’
এদিকে ড্র অনুষ্ঠানে ট্রাম্পের উপস্থিতি ঘিরে সমালোচনা কম নেই। অভিবাসন ও আইনশৃঙ্খলা নিয়ে তার কঠোর অবস্থান এবং কিছু ডেমোক্র্যাট–শাসিত শহরকে বিশ্বকাপ আয়োজন থেকে সরিয়ে দেওয়ার প্রস্তাব বিতর্ক উসকে দিয়েছে। এমনকি কেনেডি সেন্টারের সংস্কার পরিকল্পনাকেও তিনি ‘অতিরিক্ত উদারপন্থী’ বলে মন্তব্য করেছেন।
আরডি