সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে পাত্তাই দেয়নি বাংলাদেশ। আগে ব্যাট করতে নামা আয়ারল্যান্ডকে ১১৭ রানে আটকে দিয়ে ৮ উইকেট এবং ৩৮ বল হাতে রেখে দারুণ দাপুটে এক জয় তুলে নিয়েছে টাইগাররা। ঝড়ো ব্যাটিংয়ে ফিফটি হাঁকিয়ে বাংলাদেশের জয় সহজ করেছেন তানজিদ হাসান তামিম।
সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে পাত্তাই দেয়নি বাংলাদেশ। আগে ব্যাট করতে নামা আয়ারল্যান্ডকে ১১৭ রানে আটকে দিয়ে ৮ উইকেট এবং ৩৮ বল হাতে রেখে দারুণ দাপুটে এক জয় তুলে নিয়েছে টাইগাররা। ঝড়ো ব্যাটিংয়ে ফিফটি হাঁকিয়ে বাংলাদেশের জয় সহজ করেছেন তানজিদ হাসান তামিম।
চট্টগ্রামে মঙ্গলবার (২ ডিসেম্বর) আইরিশদের দেওয়া রান তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাট করেন দুই ওপেনার তানজিদ তামিম ও সাইফ হাসান। । দুজনের জুটিতে প্রথম ৪ ওভারে আসে ৩৮ রান। ১৪ বলে ২ চার ও ১ ছক্কায় ১৯ রান করে ক্যাচ তুলে দেন সাইফ।
এরপর ক্রিজে এসে থিতু হতে পারেননি অধিনায়ক লিটন দাস। ৬ বলে ১ চারের মারে ৭ রান করে তিনিও ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন। তবে একপ্রান্ত আঁকড়ে রাখেন তানজিদ তামিম। তৃতীয় উইকেটে তাকে সঙ্গ দিতে আসেন ওপেনিংয়ে সাইফের কাছে জায়গা হারানো পারভেজ হোসেন ইমন।
দুজনের ৭৩ রানের অপরাজিত জুটিতে ৬.২ ওভার হাতে রেখেই জয় নিশ্চিত করে বাংলাদেশ। মারকুটে ইনিংসে ৩৬ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৫৫ রানে অপরাজিত থাকেন তানজিদ তামিম। ২৬ বলে ৩ ছক্কা ও ১ চারের মারে ৩৩ রানে অপরাজিত থাকেন ইমন। আইরিশদের পক্ষে ১টি করে উইকেট তুলে নেন হ্যারি টেক্টর ও ক্রেইগ ইয়াং।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেনের তোপে ১৯.৫ ওভারে সব কটি উইকেট হারিয়ে ১১৭ রানে থামে আয়ারল্যান্ড। দলের পক্ষে ২৭ বলে ৫ চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ৩৮ রানের ইনিংস খেলেন পল স্টার্লিং। এছাড়া জর্জ ডকরেল ২৩ বলে ১৯, টিম টেক্টর ১০ বলে ১৭ আর গ্যারেথ ডিলানি ১২ বলে ১০ রান করেন।
বাংলাদেশের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান এবং রিশাদ হোসেন। ২ উইকেট নেন শরিফুল ইসলাম। ১টি করে উইকেট তোলেন শেখ মেহেদী হাসান এবং মোহাম্মদ সাইফউদ্দিন।
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের কাছে ৩৯ রানের ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। আর দ্বিতীয় ম্যাচটি ৪ উইকেটের ব্যবধানে জিতেছিল স্বাগতিকরা।
আরডি