ইংল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার রবিন স্মিথ আর নেই। ৬২ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন তার সাবেক হ্যাম্পশায়ার সতীর্থ কেভান জেমস।
জেমস স্মিথকে স্মরণ করতে গিয়ে বলেন, ‘আজ সত্যিই দুঃখের দিন। আশি-নব্বইয়ের দশকে ইংল্যান্ডের সেরা ব্যাটার ছিলেন তিনি। বিশেষ করে দ্রুতগতির বোলিংয়ের বিপক্ষে তার সাহস, তার টেকনিক—সবই ছিল অসাধারণ। ওয়েস্ট ইন্ডিজের ভয়ঙ্কর পেস আক্রমণের সময় তিনি ছিলেন অল্প কয়েকজনের একজন, যারা তাদের সমানে দাঁড়িয়ে লড়াই করতেন।
দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া রবিন স্মিথ ১৯৮৮ থেকে ১৯৯৬ সাল ইংল্যান্ডের হয়ে ৬২ টেস্ট ও ৭১টি ওয়ানডে খেলেছেন। দ্য গার্ডিয়ান ও বিবিসির তথ্য অনুযায়ী টেস্টে তার সংগ্রহ ৪,২৩৬ রান, গড়ে ৪৩.৬৭; সেঞ্চুরি ৯টি। ওয়ানডেতে তিনি রান করেছেন গড়ে ৩৯.০১।
রবিন স্মিথের মৃত্যুর নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো কারণ জানায়নি ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
আরডি