নভেম্বরের আন্তর্জাতিক বিরতির পর আবারও শুরু শুরু হলো ফেডাশেন কাপ। আর এই ফেরার দিনে ‘বি গ্রুপের’ নিজ নিজ খেলায় ড্র করেছে মোহামেডান, আর জয় পেয়েছে পুলিশ।
সম্প্রতি বাংলাদেশের ক্লাব ফুটবলে নতুন করে সমালোচনার মুখে পড়েছে মোহামেডান। খেলোয়াড়দের বেতন না দেওয়ার মতো অভিযোগ উঠেছে দলটির বিরুদ্ধে। এ কারণে আজ খেলোয়াড়রা মাঠে নামবেন কি না, ম্যাচের আগ মুহূর্তেও তা নিশ্চিত ছিল না। তবু শেষ পর্যন্ত ফুটবলাররা মাঠে নেমেছেন, লড়েছেনও পুরোটা সময়। আর সেই লড়াইয়ের পুরস্কার হিসেবে পেয়েছেন মূল্যবান এক পয়েন্ট। আর এতেই তারা উঠে গেছে গ্রুপ ‘বি’ এর শীর্ষে।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ফর্টিজ প্রথমার্ধে এগিয়ে যায়। মাঠে তখনো প্রাণপণ চেষ্টা মোহামেডানের। বেতন-পাওনা নিয়ে হতাশা থাকলেও ফুটবলারদের পায়ে সে প্রভাব পড়তে দেয়নি দলটি।
শেষ দিকে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন স্যামুয়েল বোয়েটাং। ৮৭ মিনিটে মোজাফফরভের নিচু ক্রসে তাঁর নিখুঁত ফিনিশে সমতায় ফেরে বর্তমান লিগ চ্যাম্পিয়নরা। সেই গোলেই এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে সাদা-কালোরা।
দিনের অন্য ম্যাচে কিংস অ্যারেনায় পুলিশ ১–০ গোলে আরামবাগকে হারিয়ে তিন পয়েন্ট তুলে নিয়েছে। আগের ম্যাচে মোহামেডানের কাছে হারলেও এই জয়ে গ্রুপে দ্বিতীয় স্থানে উঠে এসেছে দলটি। আরামবাগের আজই ছিল প্রথম ম্যাচ।
আরডি