বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের খেলোয়াড় নিলাম শেষ হয়েছে রোববার। এবারের নিলামে সবচেয়ে বড় চমক ছিলেন মোহাম্মদ নাঈম। গত আসরের সর্বোচ্চ রান সংগ্রাহককে দলে টানতে ১ কোটি ১০ লাখ টাকা খরচ করেছে চট্টগ্রাম রয়েলস—যা নিলামের সর্বোচ্চ মূল্য।
‘এ’ ক্যাটাগরিতে নাঈমের মতোই লিটন দাসের ভিত্তিমূল্য ছিল ৫০ লাখ টাকা। তবে নাঈমের মূল্য যেখানে কোটি ছাড়িয়েছে, লিটনকে ৭০ লাখ টাকায় দলে নিয়েছে রংপুর। একই দল তাওহিদ হৃদয়কে কিনেছে ৯২ লাখ টাকায়, যা লিটনের চেয়েও বেশি।
চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর সংবাদ সম্মেলনে লিটনের সামনে উঠল স্বাভাবিক প্রশ্ন, নিলামের ফলাফলে তিনি কি সন্তুষ্ট?
জবাবে তিনি বললেন, ‘এটা আমার নিয়ন্ত্রণে নেই। আমার নিয়ন্ত্রণে যে জিনিসগুলো আছে, আমি সেটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করব। আমি স্রষ্ঠায় বিশ্বাস করি। যদি কখনো তিনি চান আমাকে বেশি টাকা দেবেন, তিনি এনে দেবেন। তার মনে হয়েছে ৭০ লাখ যথেষ্ট, তাহলে তাই।’
সংবাদ সম্মেলনের একিবারে শেষ মুহূর্তে বিপিএলে নিলামে কোটিপতি হতে না পারার আফসোস আছে কি? এমন প্রশ্নের জবাবে হাসিমুখে লিটন বলেন, ‘আমি তো বললাম স্রষ্ঠায় বিশ্বাস করি। যেটা আছে, এটাতেই খুশি।’
আরডি