ইসরাইলি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির সম্প্রতি একজন কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছেন, যার ইউনিট অধিকৃত পশ্চিম তীরের জেনিনে দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে ঠান্ডা মাথায় মৃত্যুদণ্ড কার্যকর করেছিল। সোমবার (১ ডিসিম্বর) টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে এ খবর জানানো হয়।
হারেটজ প্রতিবেদনে জানায়, ইউনিটের সদস্যরা হাত তোলা দুই ফিলিস্তিনির উপর গুলি চালানোর একটি ভিডিও প্রকাশ করার একদিন পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সংবাদপত্রটি আরও জানিয়েছে, অতি-ডানপন্থি নেতা গভির ওই কমান্ডারকে পদোন্নতির বিষয়ে ব্যক্তিগতভাবে অবহিত করার জন্য ইউনিটের ঘাঁটি পরিদর্শন করেছিলেন।
প্রতিবেদনে এই পদক্ষেপকে ‘অস্বাভাবিক’ বলে বর্ণনা করা হয়েছে কারণ পুলিশের ইউনিট কমান্ডাররা সাধারণত নিম্ন পদমর্যাদার অধিকারী হন।
এর আগে বৃহস্পতিবার ইসরাইলি বাহিনী দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, গুলিতে নিহত দুই ব্যক্তি ২৬ বছর বয়সী মনতাসির আবদুল্লাহ এবং ৩৭ বছর বয়সী ইউসুফ আসাসা নামে পরিচিত।
এদিকে, ফিলিস্তিনি কর্তৃপক্ষ, ইসরাইলি বাহিনীকে দুই যুবককে ঠান্ডা মাথায় মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য অভিযুক্ত করেছে।
ইসরাইলের অতি-ডানপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী, ইতামার বেন-গভির, পরে একটি বিবৃতি জারি করে ভয়াবহ গুলিবর্ষণের সাথে জড়িত সামরিক বাহিনী এবং পুলিশ ইউনিটকে পূর্ণ সমর্থন জানান।
‘জিজ্ঞাসাবাদের সময়, তদন্তকারীরা অফিসারদের কাছে এমন ফুটেজ উপস্থাপন করেন যেখানে দুই ফিলিস্তিনিকে জেনিনের একটি বাড়ি থেকে হাত উঁচু করে বের হতে দেখা যায়।’ সংবাদপত্রটি জানিয়েছে।
এরপর অফিসাররা ওই দুই ফিলিস্তিনিকে মাটিতে শুয়ে পড়ার নির্দেশ দেন এবং পরে একজন অফিসার তাদের খুব কাছ থেকে গুলি করে হত্যা করে।
শুক্রবার বেন-গভির এ সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে তিনি ইউনিট কমান্ডারকে জড়িয়ে ধরেন এবং ফৌজদারি তদন্ত চলমান থাকায় ইউনিটের প্রতি সমর্থন প্রকাশ করেছেন।
এবি