ছুটি শেষে কর্মস্থল কক্সবাজারের রামু সেনানিবাসে ফেরার পথে নাটোরের বড়াইগ্রামে ট্রাকের ধাক্কায় মারা গেছে সেনাবাহিনীর একজন সার্জেন্ট।
মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে লালপুর-বনপাড়া আঞ্চলিক সড়কের বড়াইগ্রামের ভবানীপুর ইক্ষু খামার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই সার্জেন্টের নাম মামুনুর রশীদ (৩৬)। সে নাটোরের লালপুরের বড় ময়না গ্রামের আব্দুল মজিদের ছেলে।
বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সুমন চন্দ্র দাস জানান, ১০ দিনের ছুটিতে বাড়িতে এসেছিলো সেনা সার্জেন্ট মামুনুর রশীদ। ছুটি শেষ হলে নিজ কর্মস্থল কক্সবাজারের রামু সেনানিবাসে ফেরার জন্য সন্ধ্যায় বাড়ি থেকে ইজিবাইক যোগে বনপাড়া বাসস্ট্যান্ডের দিকে রওনা হন তিনি। বনপাড়ার কাছাকাছি ইক্ষু খামার এলাকায় পৌঁছালে একটি অজ্ঞাত ট্রাক ওই ইজিবাইককে ধাক্কা দিলে তার মাথায় আঘাত লাগে। এতে গুরুতর জখম হলে স্থানীয়রা তাকে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।
নিহত সার্জেন্ট মামুনুর রশীদের এক স্ত্রী ও ৭ বছর বয়সী এক ছেলে রয়েছে।
এফএস