আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মিশেল মার্টিনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে লড়াইয়ে ‘বিরতি’ নয়, তিনি চান যুদ্ধের সম্পূর্ণ সমাপ্তি। একই সঙ্গে তিনি আশা করছেন এখানে কোনো ‘গোপন খেলা’ হবে না।
ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে আলোচনা করতে মঙ্গলবার (২ ডিসেম্বর) রাশিয়ায় এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনার। তবে এখনও তাদের সঙ্গে বৈঠকে বসেননি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদির পুতিন। খবর বিবিসি’র
এর মাঝেই এক বার্তায় রুশ প্রেসিডেন্ট হুঁমকি ছুড়ে রেখেছেন। ইউরোপের প্রস্তাবগুলোকে তিনি ‘রাশিয়ার জন্য গ্রহণযোগ্য নয়’ বলে প্রত্যাখ্যান করেছেন। একই সঙ্গে অভিযোগ করেছেন, ইউরোপীয় নেতারা যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি-উদ্যোগকে ‘বাধাগ্রস্ত’ করছে। খবর দ্য গার্ডিয়ানের।
পুতিন সতর্ক করে বলেছেন, ‘আমরা ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে চাই না। কিন্তু ইউরোপ চায়। যদি তারা যুদ্ধ চায় আমরা এখনই প্রস্তুত।’ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার আগে ইউরোপের উদ্দেশে এটি একটি স্পষ্ট ও কঠোর বার্তা বলেই মনে হচ্ছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিও এই যুদ্ধবিরতি তথা বন্ধের চুক্তিকে সহজভাবে দেখছে না। ডাবলিনে জেলেনস্কি বলেছেন, ‘যুদ্ধ শেষ করার জন্য এখন আগের যেকোনো সময়ের চেয়ে ভালো সুযোগ তৈরি হয়েছে। পুতিনের সঙ্গে বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সরাসরি বার্তা আসার প্রত্যাশা করছি।
তিনি আবারও ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে প্রস্তুত বলে জানিয়েছেন। তবে সেটি মস্কো আলোচনার সফলতার ওপর নির্ভর করবে। জেলেনস্কির ভাষায়, ‘যুদ্ধ শেষ করতে ‘সহজ কোনো সিদ্ধান্ত’ নেই এবং ইউক্রেনের পেছনে কোনো ধরনের ‘গোপন খেলা’ হওয়া উচিত নয়।’
জেলেনস্কি বলেছেন, নতুন শান্তি প্রস্তাবের নির্দিষ্ট পয়েন্টগুলো তিনি এখনই প্রকাশ করতে প্রস্তুত নন। তবে তিনি স্বীকার করেন, সবচেয়ে কঠিন ইস্যুগুলো হলো ভূখণ্ডসংক্রান্ত প্রশ্ন এবং ইউরোপে আটকে থাকা রাশিয়ার অর্থ। যুক্তরাষ্ট্র ও ইউরোপ—উভয় পক্ষ থেকেই ইউক্রেন ‘মজবুত নিরাপত্তা নিশ্চয়তা’ আশা করছেন জেলেনস্কি।
এবি