এইমাত্র
  • কিছুটা ‍কমেছে সবজির দাম, চড়া তেল-পেঁয়াজ
  • মুক্ত হয় উত্তর-পূর্ব ও উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকা
  • ঝিনাইদহে নসিমন চালককে কুপিয়ে হত্যা
  • দেশে তীব্র শৈত্যপ্রবাহের আভাস
  • যশোরে পোষা কুকুর-বিড়ালে আক্রান্ত বাড়ছে, টিকা সংকট
  • সব ঠিক থাকলে খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে রোববার
  • নওগাঁয় মাদকসহ ১ জন গ্রেপ্তার
  • বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে অগ্নিসংযোগ-বিক্ষোভ-সড়ক অবরোধ
  • নোয়াখালী প্রেসক্লাবে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া
  • ঢাকার পথে ডা. জুবাইদা রহমান
  • আজ শুক্রবার, ২১ অগ্রহায়ণ, ১৪৩২ | ৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    মাদারীপুরে ক্লিনিকের বাথরুমে রক্তাক্ত নবজাতক উদ্ধার

    মো. আরিফুর রহমান, মাদারীপুর প্রতিনিধি প্রকাশ: ২ ডিসেম্বর ২০২৫, ১০:০৮ পিএম
    মো. আরিফুর রহমান, মাদারীপুর প্রতিনিধি প্রকাশ: ২ ডিসেম্বর ২০২৫, ১০:০৮ পিএম

    মাদারীপুরে ক্লিনিকের বাথরুমে রক্তাক্ত নবজাতক উদ্ধার

    মো. আরিফুর রহমান, মাদারীপুর প্রতিনিধি প্রকাশ: ২ ডিসেম্বর ২০২৫, ১০:০৮ পিএম

    মাদারীপুর শহরের একটি প্রাইভেট ক্লিনিকের বাথরুম থেকে রক্তাক্ত অবস্থায় এক নবজাতককে উদ্ধার করেছে কর্তৃপক্ষ। পরে গুরুতর অবস্থায় তাকে ভর্তি করা হয় মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে। ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে সমাজসেবা কর্মকর্তাদের সাথে সমন্বয় করেছে উপজেলা প্রশাসন।

    মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে শহরের লেকের দক্ষিণপাড় এলাকায় বাবু চৌধুরী জেনারেল হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মী সাথী বেগম নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য বাথরুমে প্রবেশ করলে রক্তাক্ত অবস্থায় নবজাতকটিকে দেখতে পান। সঙ্গে সঙ্গে তিনি ক্লিনিক কর্তৃপক্ষকে খবর দেন। পরে জরুরি ভিত্তিতে শিশুটিকে উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

    হাসপাতাল সূত্রে জানাগেছে নবজাতকের বয়স একদিনের মতো।স্থানীয় বেশ কয়েকজন বাসিন্দা এ ঘটনাকে মানবিকতার বড় সংকট বলে উল্লেখ করে শিশুটির সুস্থতা কামনা করেন এবং দায়ীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।ঘটনার খবর পেয়ে মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসপাতালে এসে নবজাতকের সার্বিক খোঁজখবর নেন। তিনি শিশুটির চিকিৎসা, পরিচর্যা ও নিরাপত্তা বিষয়ে কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

    ক্লিনিকের নার্স লিমা আক্তার বলেন আমাদের ক্লিনিকের বুয়া বাথরুম পরিষ্কার করতে গেলে একটা নবোজাতক বাচ্চা রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পরে বাচ্চাটি উদ্ধার করে মাদারীপুর সদর হাসপালের চিকিৎসা দেওয়া হয়।

    জেলা হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মনিরুজ্জামান জানান, নবজাতককে জরুরি প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে শিশুটি এখনও আশঙ্কামুক্ত নয়।যদি সংক্রামুক্ত না হয় তাহলে আমরা ঢাকা মেডিকেলে হস্তান্তর করব।

    মাদারীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব বলেন ঘটনা শুনে আমরা হাসপাতালে বাচ্চাটা কি দেখতে আসছি বাচ্চাটির চিকিৎসার খোঁজখবর নিয়েছি বাচ্চাটি এখনো আশংকা মুক্ত নয় তবে তার চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে, বাচ্চার দিকে দত্তক নিতে চায় তাহলে যাচাই-বাছের মাধ্যমে হ্যালো দত্তক দেওয়া হবে।

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…