তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় টাঙ্গাইলে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করেছে বিএনপি। এ সময় দোয়ার মুহূর্তে কান্নায় ভেঙে পড়েন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের কাতুলি ইউনিয়নের তোরাপগঞ্জ বাজারের বাগবাড়ি হাইস্কুল মাঠে ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই গণদোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে উপস্থিত সবাই হাত তুলে প্রার্থনায় অংশ নেন। আবেগঘন সেই মুহূর্তে অনেকের চোখেই অশ্রু দেখা যায়।
দোয়া মাহফিলের এক পর্যায়ে আবেগে ভেঙে পড়ে অশ্রুসজল হয়ে পড়েন টাঙ্গাইল-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকু। সামাজিক যোগাযোগমাধ্যমে তার কান্নার ছবিটি ছড়িয়ে পড়েছে।
অনেক অনুসারী আবেগঘন স্ট্যাটাস দিয়ে লিখছেন- 'সুলতান সালাউদ্দিন টুকু আজও শিশুর মতো কাঁদেন। এত অমানবিক অত্যাচার, রিমান্ড, পরিবার-পরিজন ছেড়ে দিনের পর দিন বাইরে থাকা, স্বৈরাচারের ৪০০-এর অধিক মামলা, হামলা, রক্তাক্ত শরীর কিছুই তাকে কাঁদাতে পারেনি। কিন্তু যে মহিয়সী নারীকে ‘মা’ ডেকে ছাত্ররাজনীতির শুরু থেকে আজও জিয়া পরিবার ও বিএনপির প্রতি বিশ্বস্ত থেকেছেন, সেই বেগম খালেদা জিয়ার সুস্থতার দোয়ায় আজ তিনি শিশুদের মতো কান্নায় ভেঙে পড়েছেন।'
দোয়া মাহফিলের আগে বক্তারা দেশ, মাটি, মানুষ ও গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করা নির্যাতিত ও আপোসহীন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অবদান তুলে ধরেন দলটির নেতারা। এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এসকে/আরআই