এইমাত্র
  • কিছুটা ‍কমেছে সবজির দাম, চড়া তেল-পেঁয়াজ
  • মুক্ত হয় উত্তর-পূর্ব ও উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকা
  • ঝিনাইদহে নসিমন চালককে কুপিয়ে হত্যা
  • দেশে তীব্র শৈত্যপ্রবাহের আভাস
  • যশোরে পোষা কুকুর-বিড়ালে আক্রান্ত বাড়ছে, টিকা সংকট
  • সব ঠিক থাকলে খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে রোববার
  • নওগাঁয় মাদকসহ ১ জন গ্রেপ্তার
  • বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে অগ্নিসংযোগ-বিক্ষোভ-সড়ক অবরোধ
  • নোয়াখালী প্রেসক্লাবে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া
  • ঢাকার পথে ডা. জুবাইদা রহমান
  • আজ শুক্রবার, ২১ অগ্রহায়ণ, ১৪৩২ | ৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    মাদারীপুরে ক্লিনিকের বাথরুমে নবজাতক উদ্ধার, দায়িত্ব নিলেন ইউএনও

    মো. আরিফুর রহমান, মাদারীপুর প্রতিনিধি প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৫, ১২:১৬ পিএম
    মো. আরিফুর রহমান, মাদারীপুর প্রতিনিধি প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৫, ১২:১৬ পিএম

    মাদারীপুরে ক্লিনিকের বাথরুমে নবজাতক উদ্ধার, দায়িত্ব নিলেন ইউএনও

    মো. আরিফুর রহমান, মাদারীপুর প্রতিনিধি প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৫, ১২:১৬ পিএম

    মাদারীপুর শহরের একটি প্রাইভেট ক্লিনিকের বাথরুম থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হওয়া নবজাতকটির চিকিৎসা ও সার্বিক দায়িত্ব নিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিয়া শাবাব। শিশুটির সুস্থতা, নিরাপত্তা ও ভবিষ্যৎ দেখভালের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।

    মঙ্গলবার (০২ ডিসেম্বর) বিকেলে লেকের দক্ষিণপাড় এলাকার বাবু চৌধুরী জেনারেল হাসপাতালের বাথরুমে পরিচ্ছন্নতাকর্মী সাথী বেগম পরিষ্কার করতে গিয়ে একদিন বয়সী নবজাতকটিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে ক্লিনিক কর্তৃপক্ষ শিশুটিকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করে।

    হাসপাতালে কর্তব্যরত সিনিয়র স্টাফ নার্স রিয়া আক্তার জানান, শিশুটিকে আনার সময় অবস্থাটি খুবই খারাপ ছিল। দ্রুত সেবা ও চিকিৎসায় বর্তমানে কিছুটা উন্নতি হয়েছে।

    ঘটনার পর নবজাতকের মা-বাবার পরিচয় শনাক্তে পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে এবং তদন্ত শুরু করেছে। মাদারীপুর সদর মডেল থানার উপপরিদর্শক ইকবাল হোসেন বলেন, শিশুটিকে ফেলে যাওয়ার ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণসহ পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। এদিকে বুধবার সন্ধ্যায় মাদারীপুর সদর হাসপাতালে গিয়ে নবজাতকটির সার্বিক খোঁজখবর নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব। তিনি চিকিৎসক ও নার্সদের সঙ্গে কথা বলেন নিজে শিশুটিকে মায়ের আদরে কোলে নিয়ে পরিচর্যা করেন এবং শিশুটির নিরাপত্তা, চিকিৎসা ব্যয় ও ভবিষ্যৎ পরিচর্যার বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।

    ইউএনও ওয়াদিয়া শাবাব বলেন,নবজাতকের চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন দায়িত্ব নিয়েছে। সমাজসেবা অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে শিশুটির ভবিষ্যৎ সুরক্ষা নিশ্চিত করা হবে।

    মাদারীপুর সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মনিরুজ্জামান জানান, শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, তবে এখনো পুরোপুরি আশঙ্কামুক্ত নয়। প্রয়োজন হলে শিশুটিকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হবে।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…