অল্পের জন্য এক বড় ধরনের দুর্ঘটনা থেকে প্রাণে রক্ষা পেয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। আর এই চরম বিপদ থেকে বেঁচে যাওয়ায় তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেছেন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে এক ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানান।
রাশেদ খান লিখেছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় সামান্যের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলাম। গণসংযোগ করতে গিয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতবেগে আসা একটি ট্রাকের চাপা থেকে সামান্যের জন্য রক্ষা পেয়েছি।
পেছন থেকে আমার শ্যালক আমাকে টান দিয়ে না ধরলে বড় ধরনের বিপদ হতে পারতো। মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া।
এইচএ